সিলেট ২৩শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৯ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:৪৭ পূর্বাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০
লন্ডনবাংলা ডেস্কঃ
জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্যদের নাম ঘোষণা করেছেন পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধীদলীয় উপনেতা জিএম কাদের। পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২ এর ৩ উপধারা মোতাবেক তিনি এ কমিটি গঠন করেন।
ঘোষিত কমিটিতে সিলেটের বিভাগের ১২ জন দলের উপদেষ্টা ও সাংগঠনিকসহ বিভিন্ন পদে স্থান পেয়েছেন। এর মধ্যে উপদেষ্টামণ্ডলীর সদস্য হয়েছেন একসময়ের তুখোড় রাজনীতিবিদ মুকসুদ ইবনে আবদুল আজিজ লামা (সিলেট) এবং সাংগঠনিক সম্পাদক নির্বাচিত হয়েছেন শিল্পপতি সাইফুদ্দীন খালেদ (সিলেট)। ক্রীড়া বিষয়ক সম্পাদক হয়েছেন আহাদ উদ্দীন চৌধুরী শাহিন (হবিগঞ্জ)।
এছাড়া কেন্দ্রিয় সদস্য হয়েছেন- মাহবুবুর রহমান চৌধুরী (সিলেট), আবু নসর ওহিদ কনা মিয়া (সুনামগঞ্জ), জাহাঙ্গীর আলম (সুনামগঞ্জ), মোছা. নাহিদা আক্তার চৌধুরী (সিলেট), ফায়েজুর রহমান শাহিন চৌধুরী (সুনামগঞ্জ), শাহ আবদুল খায়ের (হবিগঞ্জ), তৌফিকুল ইসলাম তৌফিক (হবিগঞ্জ), উসমান আলী চেয়ারম্যান (সিলেট) ও মজিবার রহমান মুজিব (সিলেট)।
এদিকে জিএম কাদের বুধবার কেন্দ্রীয় কমিটিতে আরও ২ জন উপদেষ্টা, ১ জন ভাইস চেয়ারম্যান, ১ জন যুগ্ম মহাসচিব, ৩১ জন সাংগঠনিক সম্পাদক, ২৩ জন বিভাগীয় সম্পাদক, ৩১ জন যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ২২ জন বিভাগীয় যুগ্ম সাংগঠনিক সম্পাদক, ৯০ জন নির্বাহী সদস্য ও কেন্দ্রীয় সদস্যের নাম ঘোষণা করেন।
উপদেষ্টামণ্ডলীর সদস্য : লিয়াকত আলী খান (নেত্রকোনা), মুকসুদ ইবনে আবদুল আজিজ লামা (সিলেট)।ভাইস চেয়ারম্যান : লুৎফর রেজা খোকন (কুমিল্লা)।যুগ্ম মহাসচিব : বেলাল হোসেন (লক্ষ্মীপুর)।সাংগঠনিক সম্পাদক : শরিফুল ইসলাম (সরু) চৌধুরী (যশোর), অ্যাডভোকেট বখতিয়ার উদ্দীন খান ইকবাল (বরিশাল), নির্মল চন্দ্র দাস (নেত্রকোনা), হাজী মো. নাসির উদ্দীন সরকার (ঢাকা), হেলাল উদ্দীন (ঢাকা), আবু নাসের শাহ মো. মাহবুবুর রহমান (রংপুর), অ্যাডভোকেট জুলফিকার হোসেন (দিনাজপুর), আব্দুস সাত্তার মোড়ল (সাতক্ষীরা), শাহজাহান মনসুর (বরগুনা), সৈয়দ মঞ্জুরুল হোসেন মঞ্জু (ঢাকা), তারেক আদেল (ঢাকা), ছালাউদ্দীন খোকা মোল্লা (নারায়ণগঞ্জ), মোস্তফা সেলিম বেঙ্গল (রংপুর), আবদুর রাজ্জাক (রংপুর), সাইফুল ইসলাম (নারায়ণগঞ্জ), এনাম জয়নাল (টাঙ্গাইল), মাহমুদুর রহমান মুন্নি (বরিশাল), হুমায়ুন খান (মানিকগঞ্জ), আনোয়ার হোসেন তোতা (ঢাকা), আবু জাফর মো. অলিউল্লাহ চৌধুরী মাসুদ (চট্টগ্রাম), লিয়াকত চাকলাদার (বাগেরহাট), হাজী মো. ফারুক (ঢাকা), অ্যাডভোকেট জহিরুল ইসলাম (যশোর), লে. কর্নেল সাব্বির আহমেদ (যশোর), পারভীন তারেক (মানিকগঞ্জ), মোস্তফা কামাল ফারুক (বগুড়া), আনিসুর রহমান খান খোকন (ঢাকা), ফজলুল হক ফজলু (চাঁদপুর), মাহফির রহমান বাবুল (ময়মনসিংহ), সৈয়দ মো. ইখতেখার আহসান হাসান (কুমিল্লা), সাইফুদ্দীন খালেদ (সিলেট)।
বিভাগীয় সম্পাদকমণ্ডলী : প্রচার সম্পাদক মাসুদুর রহমান মাসুম (নারায়ণগঞ্জ), দফতর সম্পাদক সুলতান মাহমুদ (মানিকগঞ্জ), কৃষিবিষয়ক সম্পাদক শাহাদত কবির চৌধুরী (চাঁদপুর), সমবায় বিষয়ক সম্পাদক শংকর পাল (হবিগঞ্জ), ক্রীড়া বিষয়ক সম্পাদক আহাদ উদ্দীন চৌধুরী শাহিন (হবিগঞ্জ), সাংস্কৃতিক সম্পাদক মো. আজমল হোসেন লেবু (রংপুর), তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জহিরুল ইসলাম মিন্টু (মাদারীপুর), আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট ফরিদ উদ্দীন আহমেদ (ব্রাহ্মণবাড়িয়া), যুব বিষয়ক সম্পাদক মঞ্জুরুল হক মঞ্জু (গাজীপুর), শ্রম বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আলম পাঠান (ঢাকা), শিল্প বিষয়ক সম্পাদক মো. জামাল রানা (ব্রাহ্মণবাড়িয়া), ধর্ম বিষয়ক সম্পাদক আল জুবায়ের (বাগেরহাট), মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী শান্তা রশিদ (গোপালগঞ্জ), স্বাস্থ্য, পরিবার পরিকল্পনা ও জনসংখ্যা বিষয়ক সম্পাদক ডা. মো. মোস্তাফিজার রহমান আকাশ (ময়মনসিংহ), আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. শাকিব রহমান (গাইবান্ধা), এনজিও বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর আহমেদ (ময়মনসিংহ), সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক এমএ রাজ্জাক খান (পটুয়াখালী), সাহিত্য ও কৃষ্টি বিষয়ক সম্পাদক সুমন আশরাফ (কুষ্টিয়া), শিক্ষা বিষয়ক সম্পাদক মিজানুর রহমান মিরু (মানিকগঞ্জ), ছাত্র বিষয়ক সম্পাদক জামাল উদ্দীন (কুমিল্লা) মুক্তিযুদ্ধবিষয়ক সম্পাদক রেজাউল করিম বাসেদ, প্রাদেশিক বিষয়ক সম্পাদক এম হাবিবুল্লাহ (মানিকগঞ্জ)। যুগ্ম সাংগঠনিক সম্পাদক : সাইফুল ইসলাম পিটু (ঢাকা), মো. মামুনুর রশিদ (জামালপুর), এসএম সালাউদ্দীন (ঢাকা), কাজী আবুল খায়ের (ঢাকা), জাকির হোসেন মৃধা (ঢাকা), নজরুল ইসলাম (পিরোজপুর), লিটন মিয়াজী (কুমিল্লা), নুরুল হক নুরু (ঢাকা), খন্দকার ফায়েকুজ্জামান ফিরোজ অ্যাডভোকেট (নড়াইল), দেলোয়ার হোসেন খান মিলন (ঢাকা), বাহাদুল ইসলাম ইমতিয়াজ (ঢাকা), আবদুস সাত্তার গালিব (ঢাকা), হেলাল উদ্দীন (ময়মনসিংহ), জাকির হোসেন [বিডিআর মিলন] (ফেনী), আবু সাদেক সর্দার বাদল (ময়মনসিংহ), মজিবার রহমান মুজিব (ময়মনসিংহ), এসএম মোক্তাদির তিতা