সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:২৮ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০
প্রতিনিধি/ছাতকঃঃ
ছাতকে এক প্রবাসীর ঘরে ঘর দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে। চোরেরা নগদ টাকা, স্বর্ণালংকারসহ আড়াই লক্ষাধিক টাকার মালমাল চুরি কের নিয়েযায়। রোববার রাতে উপজেলার কালারুকা ইউনিয়নের রাজাপুর গ্রামে প্রবাসী আব্দুল হাই’র বসত ঘরে এ চুরির ঘটনা ঘটে।
স্থানীয় সুত্রে জানা যায়, শনিবার প্রবাসী আব্দুল হাই’র স্ত্রী বসতঘর তালাবদ্ধ করে তার বাবার বাড়িতে বেড়াতে যায়। এ সুযোগে সংবদ্ধ চোরেরা তালাবদ্ধ ঘরের গ্রিল ও দরজার তালা ভেঙ্গে ঘরে প্রবেশ করে নগদ টাকা, স্বরর্নালঙ্কার, ফ্রিজ, টিভি সহ মালামাল চুরি করে নিয়ে যায়। সোমবার সকালে ছাতক থানার এসআই দিলোয়ার হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন। ছাতক থানার অফিসার ইনচার্জ মোস্তফা কামাল জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। মালামাল উদ্ধার করতে পুলিশী অভিযান অব্যাহত রয়েছে।