নবীগঞ্জে প্রথমবারের মতো পুলিশ সদস্য করোনা আক্রান্ত!

প্রকাশিত: ১১:৫০ পূর্বাহ্ণ, জুন ২৩, ২০২০

 প্রতিনিধি /নবীগঞ্জঃঃ
 সু-চিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে প্রেরন ছবি সংযুক্ত বুলবুল আহমদ  হবিগঞ্জের নবীগঞ্জে এই প্রথম মহামারি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছেন গোপলা বাজার তদন্ত কেন্দ্রের পুলিশ অফিসার ইনচার্জ (ওসি) কাওছার আলম। এ ব্যাপারে নবীগঞ্জ স্বাস্থ্য বিভাগ সূত্রে জানাযায়, নমুনা পরীক্ষার প্রতিবেদনে এই পুলিশ সদস্যের করোনা পজিটিভ এসেছে।
গতকাল রবিবার দুপুরে মোবাইল ম্যাসেজের মাধ্যমে করোনাভাইরাসের নমুনা পরীক্ষার প্রতিবেদন ওসিকে জানানো হয়েছে হবিগঞ্জ স্বাস্থ্য বিভাগ থেকে। এ ব্যাপারে নবীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আজিজুর রহমান আক্রান্তের খবর নিশ্চিত করেন। গোপলা বাজার তদন্ত কেন্দ্রের ওসি কাউছার আলমকে অধিকতর সুচিকিৎসার জন্য রাজারবাগ পুলিশ হাসপাতালে পাঠানো হচ্ছে।
এ ব্যাপারে নবীগঞ্জের স্বাস্থ্য ও পঃপঃ কর্মকর্তা ডা. আব্দুস সামাদ এর সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, উপজেলায় এই প্রথম কোন পুলিশ কর্মকর্তা আক্রান্ত হলেন। এ পর্যন্ত পুলিশ কর্মকর্তা সহ সর্বমোট ৩৯ জন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্ত কর্মকর্তাকে চিকিৎসার জন্য ঢাকা পুলিশ হাসপাতালে পাঠানো হচ্ছে। আক্রান্তদের মধ্যে ইতোমধ্যে ২৮ জন সুস্থ হয়েছেন। এবং তাদের মধ্যে ২০ জনকে ছাড়পত্র দেয়া হয়েছে।
Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

September 2024
M T W T F S S
 1
2345678
9101112131415
16171819202122
23242526272829
30