চলে গেলেন বঙ্গবন্ধুর সহচর সাবেক এমএনএ আনম নজরুল ইসলাম

প্রকাশিত: ১:২৩ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০

চলে গেলেন বঙ্গবন্ধুর সহচর সাবেক এমএনএ আনম নজরুল ইসলাম

লন্ডন বাংলা ডেস্কঃঃ

চলে গেলেন জাতির জনক বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমানের আরেক সহচর, ময়মনসিংহ-৬ (ফুলবাড়িয়া) থানার সাবেক এমএনএ, এমপি, মহান মুক্তিযুদ্ধের সংগঠক, উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি অধ্যাপক আনম নজরুল ইসলাম (৮৯)।

 

আজ মঙ্গলবার সকাল ৭টা ৪০ মিনিটে ঢাকার মোহাম্মদপুর হুমায়ুন রোডের নিজ বাসভবনে ইন্তেকাল করেন তিনি। বার্ধক্যজনিত বিভিন্ন রোগ ছাড়াও ফুসফুসের ক্যাানসারে ভুগছিলেন তিনি। মৃত্যুকালে স্ত্রী ও একমাত্র ছেলেসহ বহু স্বজন রেখে গেছেন অধ্যাপক আনম নজরুল ইসলাম।

 

আজ মঙ্গলবার বাদ আছর ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার লাঙ্গলশিমূলে মরহুমের জানাজা অনুষ্ঠিত হবে। আনম নজরুল ইসলাম সর্বশেষ মুক্তিযোদ্ধা যাচাই-বাছাই কমিটির সভাপতির দায়িত্ব পালন করেন।অধ্যাপক আনম নজরুল ইসলামের মৃত্যুতে ফুলবাড়িয়া থেকে ছয়বার নির্বাচিত জাতীয় সংসদ সদস্য ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মোসলেম উদ্দিন অ্যাডভোকেট,

 

উপজেলা পরিষদ চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মো. আব্দুল মালেক সরকার, ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সদস্য আলহাজ্ব এড. ইমদাদুল হক সেলিম শোক প্রকাশ করেছনে। তারা শোকাহত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেছেন। এক বার্তায় নেতৃবৃন্দ বলেন, প্রবীণ এ নেতার মৃত্যুতে ফুলবাড়িয়াবাসী তথা দেশবাসী একজন দক্ষ সংগঠককে হারালেন।

Spread the love

আর্কাইভ

January 2025
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
2728293031