সিলেট ১৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ৩১শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১১:৪০ অপরাহ্ণ, জুন ২৩, ২০২০
প্রতিনিধি/ বিশ্বনাথ ::
বিশ্বনাথের পল্লীতে দু’পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে। মঙ্গলবার (২৩) জুন অলংকারী ইউনিয়নের মনুকোপা গ্রামে এ ঘটনা ঘটে। হামলায় মনুকোপা গ্রামের হাজী মো. মখলিছ মিয়া নিহত হন। তিনি স্থানীয় ইউ/পি সদস্য ফজলু মিয়ার বড় ভাই ও মনুকুপা গ্রামের জামে মসজিদের মোতাওয়াল্লি।অপর পক্ষের ওয়ারছি আলী (৬০) নিহত হয়েছেন বলে স্থানীয় সূত্রে জানাগেছে। জানাগেছে,পূর্ব বিরোধদের জের ধরে দু-পক্ষের সংঘর্ষে দুইজন নিহত ও কমপক্ষে উভয় পক্ষের ২০জন আহত হয়েছেন। মঙ্গলবার বিকেলে উপজেলার অলংকারি ইউনিয়নের মনোকুপা গ্রামের সমছু মিয়া ও নূরুল ইসলাম লোকজনের মধ্যে এঘটনা ঘটে। এতে সমছু মিয়ার পক্ষের হাজী মখলিছ মিয়া ও নূরুল ইসলামের পক্ষের ওয়ারিছ আলী নিহত হয়েছেন। তবে তাৎক্ষনিক আহতদের নাম জানাযায়নি। সংঘর্ষের বিষয়টি নিশ্চিত করে অলংকারি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নাজমুল ইসলাম রুহেল সাংবাদিকদের বলেন, দীর্ঘদিন ধরে দুই পক্ষের বিরোধ চলে আসছে। এরই জের ধরে তাদের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয় পক্ষের বেশ কয়েকজন আহত হয়েছেন এবং দুইজন নিহত হয়েছেন বলে শুনেছেন। বিশ্বনাথ থানার অফিসার ইন-চার্জ শামীম মুসা বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ প্রেরণ করা হয়েছে। নিহত এবং কমপক্ষে ২০ জন আহত হন