আমেরিকায় প্রেমিকের গুলিতে বাংলাদেশি তরুণী নিহত

প্রকাশিত: ৫:০৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩০, ২০২০

আমেরিকায় প্রেমিকের গুলিতে বাংলাদেশি তরুণী নিহত
১৫৯ Views

আন্তর্জাতিক ডেস্কঃ

আমেরিকায়  প্রেমিকের গুলিতে  এক বাংলাদেশি তরুণী নিহত হয়েছেন। শুক্রবার যুক্তরাষ্ট্রের ইন্ডিয়ানা অঙ্গরাজ্যে এই ঘটনা ঘটে।  নিহত সিনথিয়া কস্তা (২২) এর গ্রামের বাড়ি বাংলাদেশের গাজীপুরের কালীগঞ্জ এলাকায় বলে জানা গেছে। তার ঘাতক মার্কিন যুক্তরাষ্ট্রে কৃষাঙ্গ  প্রেমিকের নাম ডেরিক ম্যান। নিহত সিনথিয়া তার বাবা এন্ড্রু ডি’কস্তা ও মা সিসিলিয়া কস্তা আমেরিকার  মেরিল্যান্ডের সিলভার স্প্রিং শহরে  বসবাস করতেন।

 

জানা গেছে, সিনথিয়া ওই মার্কিন সেনাবাহিনীতে কর্মরত ওই যুবকের সঙ্গে সম্পর্কে জড়িয়ে পড়লেও তাঁর সঙ্গে মেয়ের বিয়ে রাজি হননি বাবা-মা। পরে ওই যুবক সেনাবাহিনীর চাকরি ছেড়ে দিয়ে তাকে ইন্ডিয়ানা রাজ্যের বাড়িতে নিয়ে যেতে চায়। ঘটনার আগে মা-বাবার অবাধ্য হয়ে গত ১৩ জানুয়ারি সিনথিয়া ড্রাইভ করে ইন্ডিয়ানা যুবকের সঙ্গে দেখা করতে যায়। সিনথিয়া ইন্ডিয়ানা থেকে তার মায়ের সঙ্গে প্রতিদিন টেলিফোনে কথা হয়েছিল।শুক্রবার বিকেলে ইন্ডিয়ানা পুলিশ সিনথিয়ার বাবাকে জানায়, তাঁর মেয়ে গুলিতে নিহত হয়েছে। পুলিশ ইতোমধ্যে যুবককে গ্রেফতার করেছে। হত্যাকারীরা প্রথমে ঘটনাটিকে আত্মহত্যা বলে চালিয়ে দেয়ার চেষ্টা করলেও পরবর্তীতে  ময়নাতদন্তে দেখা যায়, তাকে পেছন থেকে মাথায় গুলি করে হত্যা করা হয়েছে। মরদেহ এখনো ইনিডিয়ানায় হাসপাতালের মর্গে রয়েছে সূত্র জানায়।

এলবিএন/৩০-জ/আ/০১/০২

Spread the love

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930