সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, জুলাই ১, ২০২০
বিনোদন ডেস্কঃঃ
দেশের নাগরিকদের অনেকের বাসায় অস্বাভাবিক বিদ্যুৎ বিল আসতে দেখা যাচ্ছে। এই বিদ্যুৎ বিলের কবলে পড়ে দুশ্চিন্তায় পড়েছে সাধারণ মানুষ।এরই মাঝে এ ধরনের ‘ভূতুড়ে’ বিদ্যুৎ বিলের কবলে পড়লেন অভিনেত্রী জয়া আহসান ও মেহের আফরোজ শাওন।
জয়া আহসানের এবার বিদ্যুৎ বিল এসেছে ২৮ হাজার ৫০০ টাকা। যা দেখে রীতিমতো হতবাক এই অভিনেত্রী।ভুতুড়ে বিদ্যুৎ বিল নিয়ে জয়া আহসান সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি স্ট্যাটাসও দিয়েছেন।মঙ্গলবার সকালে তিনি লিখেছেন, ‘বিদ্যুৎ বিল আসছে ২৮ হাজার ৫০০ টাকা! কীভাবে সম্ভব! আজকে লাস্ট ডেট বিল দেওয়ার।’
জয়া আহসান সংবাদমাধ্যমকে জানান, এর আগেও ১৬ হাজার টাকা বিল এসেছে। অথচ আগে নরমাল বিল আসতো ৫ থেকে ৭ হাজার টাকা।এদিকে মেহের আফরোজ শাওন তার ফেসবুকে লিখেন, ‘আমি নিয়মিত বিদ্যুৎ বিল দেই। গ্যাস বিল, পানির বিল, ফোন- ইন্টারনেট বিল সবই নিয়মিত দেই। এটা কোনো প্রশংসনীয় কাজ নয়, এটা দায়িত্ব। নিয়মিত বিল দেই মানে আমি আমার নাগরিক দায়িত্ব পালন করি।’
তিনি বলেন, ‘৩ জনের ছোট সংসারে জানুয়ারি মাসে আমার বিদ্যুৎ বিল ছিল ৪ হাজার ৬০৪ টাকা ও ফেব্রুয়ারিতে ৫ হাজার ৪৫৭ টাকা। কিন্তু করোনার সময় মার্চ মাসে ৯ হাজার ৭০ টাকা, এপ্রিলে ২০ হাজার ৬৯৩ টাকা ও মে মাসে ২৯ হাজার ৮০১ টাকা বিল এসেছে।’শাওন লিখেন, ‘এবার বোধহয় খেলাপিদের তালিকায় আমার নাম উঠতে যাচ্ছে! গতকাল মে মাসের বিদ্যুৎ বিল পেয়ে আমার এমনটাই অনুভূত হলো।’