সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৪৪ অপরাহ্ণ, জানুয়ারি ৩১, ২০২০
কলি বেগম, জগন্নাথপুরঃঃ
প্রেমের টানে বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়া প্রেমিক যুগল অবশেষে ধরা পড়েছে পুলিশের জালে। বর্তমানে ডাক্তারি পরীক্ষার জন্য প্রেমিকা ওসমানীতে থাকলেও প্রেমিক রয়েছে জেল হাজতে। হায়রে প্রেম-হায়রে ভালবাসা। পরিণতি খুবই নিষ্টুর।
স্থানীয় বিভিন্ন সূত্র জানায়, সুনামগঞ্জের ছাতক উপজেলার শক্তিয়াগাঁও গ্রামের আবদুল জলিলের ছেলে সালাম উদ্দিন (২২) । জগন্নাথপুর উপজেলার কলকলিয়া বাজারে দীর্ঘদিন ধরে কম্পিউটার প্রিন্টিং ব্যবসা করে আসছিল। সেই সুবাধে উপজেলার পাড়ারগাঁও গ্রামের মখলিছ মিয়ার ১৫ বছরের কন্যা স্থানীয় আইডিয়াল হাইস্কুলের ছাত্রী বর্তমানে এসএসসি পরীক্ষার্থী মাহবুবা বেগমের সাথে পরিচয় হয়। পরিচয়ের সুবাধে তাদের মধ্যে গড়ে উঠে প্রেমের গভীর সম্পর্ক।
এক পর্যায়ে ২৬ জানুয়ারি প্রেমের টানে তারা প্রেমিক যুগল বাড়ি ছেড়ে পালিয়ে যায়। আশ্রয় দক্ষিণ সুনামগঞ্জ থানার মুক্তাখাই গ্রামের এক পরিচিত ব্যক্তির বাড়িতে। এদিকে-প্রেমে সব সময় যা হয়, বাধা হয়ে দাঁড়ালেন মেয়ে পরিবার। মেয়ের মা বিলকিস বেগম বাদী হয়ে জগন্নাথপুর থানায় দায়ের করলেন অপহরণ মামলা। মামলা নং২৬। মামলা দায়েরের পর পুলিশ হন্য হয়ে খুজতে থাকে অপহৃতাকে উদ্ধার ও অপহরণকারীকে গ্রেফতার করতে।
অবশেষে ৩০ জানুয়ারি জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেবের নেতৃত্বে পুলিশ দল সেই দক্ষিণ সুনামগঞ্জের মুক্তাখাই গ্রামে অভিযান চালিয়ে প্রেমিক যুগলকে আটক নিয়ে আসেন জগন্নাথপুর থানায়।
এ ব্যাপারে জগন্নাথপুর থানার এসআই অনিক চন্দ্র দেব বলেন, বর্তমানে উদ্ধারকৃত অপহৃতা ডাক্তারি পরীক্ষার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি আছে এবং অপহরণকারীকে ৩১ জানুয়ারি শুক্রবার সুনামগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়েছে।