সিলেট ২৬শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১২ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:৫৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে মোটরসাইকেল দুর্ঘটনায় ২ আরোহী আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে জগন্নাথপুর-রাণীগঞ্জ সড়কের নারিকেলতলা নামক স্থানে। আহতরা হলেন দিরাই উপজেলার নাচনী গ্রামের স্বপন আহমদের ছেলে হিমু আহমদ (২২) ও দক্ষিণ সুনামগঞ্জ উপজেলার খাসাউড়া গ্রামের আরিফুর রহমানের ছেলে তারেক মোস্তাফিজুর রহমান (২১)।
স্থানীয়রা জানান, ২ ফেব্রুয়ারি রোববার দ্রুতগামী মোটরসাইকেলটি নারিকেলতলা নামক স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সাথে ধাক্কা লেগে দুর্ঘটনা ঘটে। এতে আরোহী হিমু ও তারেক গুরুতর আহত হন। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক ডাঃ সুপ্রিয়া রায় প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদেরকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ব্যাপারে ডাঃ সুপ্রিয়া রায় বলেন, আহতদের মধ্যে হিমুর অবস্থা খুবই সংকটাপন্ন।