কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী নিয়োগ

প্রকাশিত: ১২:০৮ অপরাহ্ণ, আগস্ট ১৯, ২০২০

কানাডার ইতিহাসে প্রথম নারী অর্থমন্ত্রী নিয়োগ

লন্ডন বাংলা ডেস্কঃঃ

 

কানাডার নতুন অর্থমন্ত্রী হিসেবে ৫২ বছর বয়সী ক্রিস্টিয়া ফ্রিল্যান্ডকে নিয়োগ নিয়েছেন প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডো। দেশটির ইতিহাসে প্রথমবারের মতো অর্থ মন্ত্রণালয়ে কোনো নারী নিয়োগ পেয়েছেন। তিনি অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও-এর স্থলাভিষিক্ত হবেন।

 

গত সোমবার করোনা মহামারির সময়ে অর্থনীতির সুরক্ষায় সরকারি ব্যয় নিয়ে প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর সঙ্গে বিরোধের জের ধরে পদত্যাগের ঘোষণা দেন অর্থমন্ত্রী বিল মোর্নিয়াও।নারী প্রধানমন্ত্রী নিয়োগ দেওয়া প্রসঙ্গে ট্রুডো বলেন, “আমরা কাচের দেয়ালটা ভেঙেছি।”

 

সাবেক সাংবাদিক ক্রিস্টিয়া কানাডার সরকারের উপ প্রধানমন্ত্রী হিসেবেও দায়িত্ব পালন করছেন। এর আগে পররাষ্ট্রমন্ত্রী হিসেবেও দায়িত্বপালন করেছেন লিবারেল পার্টি অব কানাডার এই রাজনীতিক।

Spread the love