আজ থেকে এসএসসিও সমমানের পরীক্ষা শুরু

প্রকাশিত: ১১:২৪ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৩, ২০২০

আজ থেকে এসএসসিও সমমানের পরীক্ষা শুরু
১৫৮ Views

স্টাফ রিপোর্টারঃঃ

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা আজ সোমবার সকাল ১০টা হতে শুরু হয়েছে। ১লা ফেব্রুয়ারি এসএসসি পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঢাকা সিটি কর্পোরেশন নির্বাচনের তারিখ পিছিয়ে যাওয়ায় এসএসসি পরীক্ষার তারিখ পরিবর্তন করা হয়।
এবার সিলেট শিক্ষা বোর্ডে এ পরীক্ষায় অংশ নিচ্ছে এক লাখ ১৬ হাজার ৩৬৭ শিক্ষার্থী। আজ সকাল ১০টা থেকে শুরু হয়েছে এসএসসি ও সমমানের পরীক্ষা।

সিলেট শিক্ষা বোর্ড সূত্রে জানা গেছে, এবার ৯১২টি বিদ্যালয়ের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে। ১৪৬টি কেন্দ্রে তাদের পরীক্ষা গ্রহণ করা হবে।

শিক্ষা বোর্ড সূত্র জানিয়েছে, এ বছর সিলেট জেলায় পরীক্ষার্থী সংখ্যা ৪৩ হাজার ৭২৬ জন। তন্মধ্যে ছাত্র ১৮ হাজার ৮৪৬ জন ও ছাত্রী ২৪ হাজার ৮৮০ জন।

এ বছর সারা দেশের তিন হাজার ৫১২টি কেন্দ্রে অংশগ্রহণ করবে ২০ লাখ ৪৭ হাজার ৭৭৯ জন শিক্ষার্থী।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031