সিলেট ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩০ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৫, ২০২০
লন্ডন প্রতিনিধি/সাজু আহমেদঃঃ
ব্রিটেনে গত 20 বছরের মধ্যে পুরুষদের আত্মহত্যার হার সর্বোচ্চ বলে পরিসংখ্যান ব্যুরোর এক প্রতিবেদনে জানা যায়. 2019 সালে ৫৬৯১ জন মানুষ আত্মহননের পথ বেছে নেন ইংল্যান্ড ও ওয়েলস এ এবং এর তিন চতুরাংশ পুরুষ বলে জানা গেছে. ইংল্যান্ড ও ওয়েলস এ গড়ে এক লক্ষ মানুষের মধ্যে প্রায় ১৭ জন পুরুষ আত্মহত্যার কারণে মারা যান যা 2000 সালের পর সর্বোচ্চ সংখ্যক আত্মহত্যার হার. প্রতিবেদনে বলা হয়,
সর্বমোট আত্মহননের মধ্যে ৪৩০৩ জন পুরুষ ও ১৩৮৮ জন নারী রয়েছেন. প্রতিবেদনে আরো বলা হয় ১০ থেকে ২৪ বছর বয়োসী নারীদের আত্মহত্যার হার 2012 সাল থেকে দ্বিগুন পরিমাণ বেড়ে গেছে যা 2019 সালে বেড়ে দাঁড়ায় 3.1 হারে ১৫৯ জনে. পুরুষ ও মহিলাদের আত্মহত্যার
হারে সর্বোচ্চ স্থানে রয়েছে ইয়র্কশায়ার ও হামবার. মহিলা আত্মহত্যার ক্ষেত্রে সর্বনিম্ন স্থানে রয়েছে উত্তরপূর্ব ইংল্যান্ড এবং পুরুষ আত্মহত্যার ক্ষেত্রে সর্বনিম্ন স্থানে রয়েছে লন্ডন. আত্মহত্যার কারণ হিসাবে পরিসংখ্যান অফিস উল্লেখ করে অর্থনৈতিক দূরবস্থা, নিঃসঙ্গতা, অতিরিক্ত মদ্যপান ও প্রযোজনীয় সাহায্য না পাওয়া. 2020 সালের আত্মহত্যার পুরোপুরি চিত্র এখনো পাওয়া যায়নি.