ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বেড়েছে

প্রকাশিত: ১:৫৭ অপরাহ্ণ, সেপ্টেম্বর ৮, ২০২০

ইতালিতে বাংলাদেশিদের প্রবেশে নিষেধাজ্ঞা বেড়েছে
১০১ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

মহামারী করোনাভাইরাস প্রতিরোধে ইতালিতে গতকাল সোমবার নতুন নির্দেশনা জারি করেছে সরকার। এতে আগের বেশিরভাগ বিধিনিষেধ আগামী ৭ অক্টোবর পর্যন্ত বহাল রাখা হয়েছে। বাংলাদেশসহ মোট ১৬ দেশের নাগরিকদের ইতালি প্রবেশে নিষেধাজ্ঞার মেয়াদও আরেক দফা (৭ অক্টোবর পর্যন্ত) বাড়ানো হয়েছে। স্থানীয় গণমাধ্যম দ্য লোকাল সোমবার এ খবর জানিয়েছে।

 

নিষেধাজ্ঞাভুক্ত ১৬টি দেশ হলো বাংলাদেশ, ওমান, উত্তর মেসিডোনিয়া, আর্মেনিয়া, বাহরাইন, ব্রাজিল, বসনিয়া ও হার্জেগোভিনা, চিলি, কুয়েত, মলডোভা, পানামা, পেরু, রিপাবলিক ডোমেনিকান, কসোভো, মন্টেনেগ্রো ও সার্বিয়া।

 

ইউরোপীয় ইউনিয়নভুক্ত দেশগুলো থেকে ইতালি ভ্রমণে কোনো নিষেধাজ্ঞা নেই। যুক্তরাষ্ট্রসহ যে কোনো স্থান থেকে আসলে কোয়ারেন্টাইনে থাকতে হবে। স্পেন, মাল্টা, গ্রিস ও কোয়েশিয়া থেকে ইতালিতে প্রবেশের পর অবশ্যই পরীক্ষা করাতে হবে এবং রোমানিয়া ও বুলেগেরিয়া থেকে আসার পর বাধ্যতামূলকভাবে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031