সিলেট ২৪শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ১০ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৪, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
জন্ম থেকেই নেই দুই পা। দুই পা না থাকলেও পড়ালেখায় পিছিয়ে পড়েনি অদম্য এক শিক্ষার্থী। তার নাম ফাতেমা। বাবার ভ্যানে চড়ে এস এস সি পরীক্ষা কেন্দ্রে এসে হামাগুড়ি দিয়ে আসনে বসে স্বাভাবিক শিক্ষার্থীদের মতই এবারের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করেছে ফাতেমা।
ফাতেমা দিনাজপুরের নবাবগঞ্জ উপজেলার সাতআনী জামিরা গ্রামের কৃষক হেলাল মিয়ার একমাত্র মেয়ে।
দিনাজপুরের নবাবগঞ্জের শাল্টি মুরাদপুর বালিকা বিদালয়ের শিক্ষার্থী প্রতিবন্ধী ফাতেমা শাল্টি মুরাদপুর বালিকা বিদালয়ের এসএসসি পরীক্ষায় ভাদুরিয়া স্কুল এন্ড কলেজ কেন্দ্র থেকে বিজ্ঞান শাখায় পরীক্ষা দিচ্ছে।
ফাতেমার বাবা জানায়, জন্মের পর থেকেই ফাতেমার পড়ালেখায় প্রচণ্ড ঝোঁক ছিল। প্রতিবন্ধী হয়েও প্রাথমিক বিদ্যালয়ে লেখাপড়া শেষ করে শাল্টি মুরাদপুর বালিকা বিদ্যালয় থেকে ২০২০ সালে এসএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেছে।
শিক্ষার্থী ফাতেমা সাংবাদিকদের জানায়, উচ্চতর লেখাপড়া শেষ করে নিজেকে সমাজে একজন প্রতিষ্ঠিত শিক্ষিত নারী হিসেবে প্রতিষ্ঠিত করে বেঁচে থাকতে চান। লেখাপড়া শেষে শিক্ষকতা জীবন বেছে নিতে চায় বলে জানান তিনি।নবাবগঞ্জের ভাদুরিয়া স্কুল এন্ড কলেজের কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি মো. আমির হোসেন জানান, সরকার শিক্ষা বান্ধব। একজন প্রতিবন্ধী শিক্ষার্থীর উচ্চতর শিক্ষার জন্য তিনি সহায়তা করবেন।