ওসমানীনগরে কাল থেকে শাহ দামড়ীর উরুস

প্রকাশিত: ১১:৪৬ পূর্বাহ্ণ, ফেব্রুয়ারি ৬, ২০২০

ওসমানীনগরে কাল থেকে শাহ দামড়ীর উরুস
৩২৮ Views

প্রতিনিধি/ওসমানীনগরঃঃ

ওসমানীনগরে আগামীকাল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) থেকে তিন দিনশুরু পীর শাহ দামড়ীর উরুস শুরু হবে। উপজেলার উমরপুর ইউনিয়নের বড় ইসবপুর গ্রামে হযরত সৈয়দ কামাল উদ্দিন আহমদ (পীর শাহ দামড়ী) রঃ ও হযরত সৈয়দ আলী জান (রঃ) এর ইছালে ছওয়াব উপলক্ষে বড় ইসবপুর পীর বাড়িতে উরুশ মোবারক আগামী ৭ ও ৮ ফেব্রুয়ারী অনুষ্ঠিত হবে। ৭ ফ্রেবুয়ারী শুক্রবার জিকির আছগার ও মিলাদ মাহফিল ৮ ফেব্রুয়ারী শনিবার সকালে কোরআন খতম,মিলাদ শরীফ,ফাতেহা পাঠ,তাহাজ্জুদ বাদ ফাতেহা পাঠ ফজরের পর তাবারুক ও শিরনী বিতরন অনুষ্ঠিত হবে।

 

প্রতি বছরের মত এবারেও সব প্রস্তুতি শুরু হয়েছে। উরুসের শুরু হওয়ার আগ থেকেই আসছেন ভক্তরা। উরুশে দেশের বিভিন্ন অঞ্চল থেকে আসে ভক্তরা জিয়ারত করতে। গরুসহ বিভিন্ন জিনিস মানত হিসাবে নিয়ে আসে । উরুশকে ঘিরে প্রায় লক্ষ মানুষের সমাগম ঘটে। নিরাপত্তার জন্য আইন শৃংঙ্খলা বাহিনীর পাশাপাশি হাজার স্বেচ্ছাসেবক দায়িত্ব পালন করেন। পুরো উরুশ এরিয়া সিসি ক্যামেরায় আওতায় রাখা হয়। বর্তমান পীর সৈয়দ আহমদ জান সানু জানান, প্রতি বৎসরের ন্যায় উরুস উপলক্ষে সকল প্রস্তুতি প্রায় চুড়ান্ত করা হয়েছে। হাজার ভক্তরা মাজার এলাকায় জড়ো হচ্ছেন।

Spread the love

Follow us

আর্কাইভ

December 2023
M T W T F S S
 123
45678910
11121314151617
18192021222324
25262728293031