বড়ধিরারাই ফুটবল ক্লাবের উদ্যােগে মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রকাশিত: ২:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৮, ২০২০

বড়ধিরারাই ফুটবল ক্লাবের উদ্যােগে মিনি ফুটবল টুর্ণামেন্ট অনুষ্ঠিত

প্রতিনিধি/ ওসমানীনগরঃঃ
সিলেটের ওসমানীনগর উপজেলার  বড়ধিরারাই ক্রিকেট ক্লাবের উদ্যােগে দিনব্যাপি মিনি ফুটবল টুর্নামেন্টে অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার ( ০৭ ফেব্রুয়ারী) বড়ধিরারাই পশ্চিমের মাঠে।

 

ফুটবল টুর্নামেন্টে উপজেলার বিভিন্নি স্থান থেকে ২০ টি ফুটবল দল অংশ গ্রহন করে। ফাইনালে খেলায় অংশ গ্রহন করে রাসেল নতুন বাজার এবং রাজিব ফুটবল দল। খেলায় চ্যাম্পিয়ান হয় রাসেল নতুন বাজার ফুটবল দল। মিনি ফুটবল টুর্নামেন্টে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফিজা এন্ড কোম্পানি বিশ্বনাথ শাখার স্বত্ত্বাধীকারী শফিউল ইসলাম মামুন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন  দয়ামীর ইউনিয়নের সাবেক ইউপ সদস্য আহমদ আলী, বিশিষ্ট মরব্বী আব্দুল খালিক, ছানু মিয়া,রইছ আলী,তারু মিয়া। এছাড়াও উপস্থিত ছিলেন খেলা পরিচালনা কমিটির সদস্য জাকির, রাজু, জাহাঙ্গির, সুহেল, ইজাজ, সমরাজ, আলমগীর, কবির, রব্বানি, জলিল, আমজদ, আব্দুল আজিজ সুন্দর, জাকির হোসেন, সাকেল, শাকিল,  শফি, মাহবুব, রিপন,সুন্দর আলী, মোহন, শাকির, নাজির ,নুরুল আম্বিয়া, আব্দুর রহমান, রুকন,সুহেদ, সৈয়দুল,দিদার
রাসেল প্রমুখ।

 

Spread the love