সিলেট ২৩শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ৯ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৪:৩৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ৯, ২০২০
জেলা প্রতিনিধি/হবিগঞ্জঃঃ
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় চলতি এসএসসি পরিক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৩ পরিক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে। রবিবার ইংরেজী ২য় পত্রের পরীক্ষা চলাকালে কেন্দ্রের সচিব সৈয়দ মোদরিকুল হোসাইন ও এনামুল হক তাদের বহিষ্কার করেন।
বহিষ্কৃতরা হল- সৈয়দ সঈদ উদ্দীন উচ্চ বিদ্যালয়ের নাইম মিয়া ও শাহীনুর মিয়া সাগর ও ধর্মঘরসাউথ কাশিম নগর হাই স্কুলের নাইম মিয়া। ইংরেজী ২য় পত্রের পরীক্ষায় কেন্দ্র সচিবরা তাদেরকে নকল করার সময় হাতে নাতে ধরেন।
অসদুপায় অবলম্বনের দায়ে বহিষ্কার করা হয়েছে জগদীশপুর জে সি হাই স্কুল এন্ড কলেজের পরীক্ষা কেন্দ্র থেকে ২ ও গোবিন্দ পুর সরকারী উচ্চ বিদ্যালয় কেন্দ্র থেকে ১ পরীক্ষার্থীকে।
নির্বাহী ম্যাজিস্ট্রেট আয়েশা আক্তারের সাথে ফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, জগদীশপুর জে সি স্কুল এন্ড কলেজ কেন্দ্রে বহিষ্কারের সময় তিনি ছিলেন। মাধবপুর উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন বহিস্কারের সত্যতা নিশ্চিত করেছেন।