সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১১, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে হচ্ছে ২টি মুজিব কেল্লা। মুজিব কেল্লাগুলো বাস্তবায়ন হলে দুর্যোগ কালীন সময়ে অসহায় মানুষ ও গবাদিপশুর নিরাপদ আশ্রয় হবে।
জানাগেছে, জগন্নাথপুরে সরকারি উদ্যোগে ২টি মুজিব কেল্লা হচ্ছে। একটি হচ্ছে উপজেলার চিলাউড়া-হলদিপুর ইউনিয়নের রসুলপুর মৌজা এলাকায় ও আরেকটি হচ্ছে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও এলাকায়।
১১ ফেব্রুয়ারি মঙ্গলবার এসব মুজিব কেল্লা’র প্রস্তাবিত জমি পরিদর্শন করেন সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ সময় জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান সহ স্থানীয় প্রশাসনের প্রতিনিধিগণ ও বুয়েটের কারিগরি বিভাগের ২ জন প্রতিনিধি ছিলেন। এ ব্যাপারে জগন্নাথপুর উপজেলা প্রকল্প বাস্তবায়ন উপ-সহকারি প্রকৌশলী সাইফুদ্দিন খান বলেন, মাননীয় পরিকল্পনামন্ত্রীর আন্তরিক প্রচেষ্টায় জগন্নাথপুরে ২টি মুজিব কেল্ল হচ্ছে।