সিলেট ৬ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৩ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুর
সুনামগঞ্জের জগন্নাথপুরে ছাগলে ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রী সহ একই পরিবারের ৩ জন আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে উপজেলার রাণীগঞ্জ ইউনিয়নের রৌয়াইল গ্রামে। এ নিয়ে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। হামলায় আহতরা হলেন, রৌয়াইল গ্রামের স্কুলছাত্রী স্বপ্না বেগম (১৭), তার মা রুবেনা বেগম (৩৫) ও চাচা ছয়ফুল হক (৫৫)। আহতদের জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি সহ প্রাথমিক চিকিৎসা দেয়া হয়।
আহতরা জানান, রৌয়াইল গ্রামের মৃত ইন্তাজ উল্লার ছেলে নবীজুল হক সরকারি একটি নলকূপ তার ঘরে নিয়ে বসিয়েছে। এ ঘটনায় পানি না পেয়ে স্কুলছাত্রী প্রতিবাদ করা নিয়ে বেশ কিছুদিন ধরে তাদের মধ্যে বিরোধ চলে আসছে।
এরই ধরে ১৩ ফেব্রুয়ারি বৃহস্পতিবার ছাগলে ধান খাওয়া নিয়ে প্রতিপক্ষের হামলায় স্কুলছাত্রী সহ একই পরিবারের ৩ জন আহত হন। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে আহত পরিবারের লোকজন জানিয়েছেন।