সিলেট ৫ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২০শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:১৭ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
স্টাফ রিপোর্টারঃঃ
সিলেটের বালাগঞ্জ উপজেলার তিলকচাঁনপুর গ্রামে সাকিবের বাড়ির আঙ্গিনায় আগ থেকেই বানানো হয়েছে বিশাল মঞ্চ। সকাল থেকে বাড়িতে গণমাধ্যম কর্মীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষের আনাগুনা ছিল লক্ষনীয়। গতকাল বিকেল চারটায় সমর্থকেরা সিলেট-ঢাকা মহাসড়কের তাজপুর কদমতলায় সাকিবকে উষ্ণ অভ্যর্থনা জানান।
সমর্থকেরা জয়ধ্বনীতে শ্লোগান দেন- ‘সাকির জন্য বাংলাদেশ ধন্য।’ বিকেলে ৫টার দিকে বিশাল গাড়ী বহর ও মোটর সাইকেল শোভাযাত্রা করে তারা সাকিবকে নিয়ে বালাগঞ্জ উপজেলা সদরে যাওয়ার সময় রাস্তার দুপাশে উৎসুক জনতা তাকে অভিবাদন জানান। সাকিবের বাড়ি সংলগ্ন বালাগঞ্জ-তাজপুর সড়ক। সাকিবের জন্য সকাল থেকে গ্রামবাসীর অপেক্ষা। গাড়ী বহর সাকিবের বাড়ি এলাকা অতিক্রম করার সময় সবাই হাত তালি দিয়ে উল্লাস করেন। সাকিবের গাড়ী বহর বালাগঞ্জ বাজারে পৌঁছলে সেখানে উপজেলাবাসীর পক্ষ থেকে সাকিবকে সংবর্ধনা দেয়া হয়। এরপর সন্ধ্যায় নিজ বাড়ির আঙ্গিনায় সাকিবকে এলাকার সর্বস্থরের মানুষ।
বরণ করে নিয়ে সংবর্ধিত করেন। এর আগে সাকিব সিলেট বিমান বন্দর থেকে গ্রামের বাড়িতে যাওয়ার পথে ওসমানীনগর উপজেলাবাসীর পক্ষ থেকে তাজপুর কদমতলা এলাকায় তাকে সংবর্ধনা দেয়া হয়।