সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৩০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৩, ২০২০
প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে ছাত্রলীগ নেতা বুরহান উদ্দিন অমির উপর হামলার ঘটনায় থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। আহত ছাত্রলীগ নেতা বুরহান উদ্দিন অমি বাদী হয়ে উপজেলার কালারুকা ইউনিয়নের কালারুকা গ্রামের সফিক আলী, তেরাব আলী, ছোরাব আলী, আক্তার মিয়াসহ ১২ জনের বিরুদ্ধে বুধবার এ অভিযোগ দায়ের করেন।
অভিযোগ সূত্রে জানা যায়, একই ইউনিয়নের চানপুর গ্রামের আবরু মিয়ার পুত্র, ছাতক কলেজ ছাত্রলীগ নেতা বুরহান উদ্দিন অমি কলারুকা একতা যুব সংঘের মাধ্যমে এলাকায় মাদক বিরোধী কার্যক্রম পরিচালনা করে আসছিলেন। যুবসমাজকে সাথে নিয়ে এলাকাকে মাদকমুক্ত করার লক্ষ্যে সংঘের সাধারন সম্পাদক হিসেবে বুরহান উদ্দিন অমি ছিলেন অগ্রনী ভুমিকায়। এ নিয়ে এলাকার কতিপয় মাদক ব্যবসায়ী তার উপর ক্ষীপ্ত হয়ে উঠে।
৯ ফেব্রুয়ারী সকালে কারারুকা পয়েন্টের ওয়ার্কসপে তার ব্যবহৃত মোটরসাইকেল মেরামত করতে যায় বুরহান উদ্দিন অমি। এসময় প্রতিপক্ষের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্রে সজ্জিত হয়ে তার উপর অতর্কিত হামলা চালায়। হামলায় গুরুতর আহত অবস্থায় স্থানীয় লোকজন উদ্ধার করে তাকে প্রথমে ছাতক ও পরে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |