সিলেট ২১শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, জানুয়ারি ২৮, ২০২১
প্রতিনিধি/দোয়ারাবাজারঃঃ
সুনামগঞ্জের দোয়ারাবাজারের নরসিংপুর ইউনিয়নের নেতরছই – কালাপশি সড়কের সংস্কার কাজে ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স মাম কন্টার্কশনের বিরুদ্ধে ব্যাপক অনিয়ম ও দুর্নীতির অভিযোগ উঠেছে। রাস্তা নির্মান কাজে অনিয়ম দেখায় গত ২০( জানুয়ারি) স্থানীয়রা উপস্থিত হয়ে কাজে বাধা সৃষ্টি করলে উপজেলা ইঞ্জিনিয়ার নির্মাণকাজ ১ দিন বন্ধ রাখেন।
স্থানীয়দের অভিযোগ, ৩নং ইট দিয়ে গাইড ওয়াল, গাইড ওয়ালে গাঁথুনিতে পরিমানে সিমেন্ট না দিয়ে মনগড়া মতো কাজ করে যাচ্ছে।এছাড়াও সরেজমিনে ইউনিয়নের নরসিংপুর – চাইরগাঁও বাজারের নতুন রাস্তা পর্যবেক্ষণে গেলে দেখা যায় রাস্তার নির্মাণকাজ শেষ হওয়ার আগেই ফাঁটল ধরেছে।
কাজ শেষ হতে না হতেই ফাঁটল ধরে ঢালাই বিচ্ছিন্ন হওয়ার পথে। এবং চাইরগাঁও বাজারের রাস্তার কাজ অসমাপ্ত অংশটুকুতে পরিমানে সিমেন্ট কম ও মাটির নিচে থাকা পূরাতন ইট পরিষ্কার না করে নির্মান করা হচ্ছে রাস্তার গাইড ওয়াল। এ বিষয়ে যোগাযোগ করা হলে দোয়ারাবাজার উপজেলা চেয়ারম্যান ডাঃ আব্দুর রহিম কাজ বন্ধ করে দিতে বলেছেন।
আজ ২৮( জানুয়ারি) এ বিষয়ে দোয়ারাবাজার উপজেলার ইঞ্জিনিয়ার সবিরুল ইসলামের সাথে মোবাইলে যোগাযোগ করা হলে তিনি সরেজমিনে এসে তদারকি করবেন বলে জানান।