সিলেট ৫ই জুন, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
ছাতকে আন্ধারীগাও ক্রিকেট প্রিমিয়ারলীগ ৪র্থ আসরের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার বিকেলে আন্ধারীগাও পয়েন্ট সংলগ্ন মাঠ ক্রিকেট প্রিমিয়ারলীগ ৪র্থ আসরের আনুষ্ঠানিক উদ্বোধন করেন ছাতক সদর ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম।
এ উপলক্ষে ইউপি সদস্য সুলতান মিয়ার সভাপতিত্বে ও আয়োজক কমিটির সভাপতি জাকির আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম। বক্তব্য রাখেন, ছাতক ইউনিয়ন এসইএসডিপি মডেল হাইস্কুলের শিক্ষক শহিদুল ইসলাম, রবিউল আলম রবি, স্থানীয় আমিনুল ইসলাম আজির, কামরুল হাসান সবুজ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক কবির আহমদ সেবুল, ইউনিয়ন যুবলীগের যুগ্ম আহবায়ক জালাল উদ্দীন শান্ত, উপজেলা ফুটবল এসোসিয়েশনের সভাপতি জাবেদ আহমদ তালুকদার, উপজেলা ছাত্রলীগ নেতা জুয়েল আহমদ, ছালেক আহমদ, নুর হোসেন, ইউনিয়ন স্বেচ্ছাসেবকলীগের যুগ্ম সম্পাদক বদর উদ্দিন, সহ সভাপতি রাজুক মিয়া।
এসময় স্থানীয় আইয়ুব আলী, সানুর আলী মেম্বার, এখলাছুর রহমান, মুহিবুর রহমান, আয়োজক কমিটির সদস্য লিটন আহমদ, কাওসার আহমদ, মামুন হোসেন, জাকির হোসেন, জয়নুল আহমদ, রেজাউল ইসলাম রোমন, তানিম আহমদ, সাহেদ আতিফ, সুমন আহমদ, শিপলু আহমদ, মোক্তার হোসেন, মাসাদ আহমদ, মোস্তাকিন আহমদ প্রমুখ উপস্থিত ছিলেন। উদ্বোধনী খেলা অমর একুশে ও এ জে টাইটান্স এর মধ্যে অনুষ্ঠিত হয়।