সিলেট ১১ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৬শে আশ্বিন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০
জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ
সুনামগঞ্জের ছাতকে প্রতিহিংসামুলক বিলের পানিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর ধহল বিলে। বিষ প্রয়োগের ফলে বিলের ছোট-বড় মাছ মরে ভেসে উঠে।
এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, টেটিয়ারচর গ্রামের জামে মসজিদের উন্নয়নের স্বার্থে ধহল বিলটি ভোগ-দখল করে আসছে মসজিদ কমিটি। চলতি মৌসুমে টেটিয়ারচর গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আবুল হোসেন এক বছরের জন্য ইজারা নেয় ধহল বিল।
ইজারা নিয়ে বিলের পরিচর্যাসহ পোনামাছও ছাড়েন তিনি। বিল ও বিলের মাছ পরিচর্যাসহ দেখাশুনা করার জন্য আশকর আলী ও আতাউর রহমান নামের ২ জন পাহারাদারও রাখা হয়। শুক্রবার রাতে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে প্রতিহিংসাবসত দুর্বৃত্তরা বিলের পানিতে বিষ প্রয়োগ করলে সকালে বিলের মাছ মরে ভেসে উঠে। ইজারাদারের মাধ্যমে খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুহিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন