ছাতকে বিষ দিয়ে মাছ নিধন

প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৪, ২০২০

ছাতকে বিষ দিয়ে মাছ নিধন

জেলা প্রতিনিধি/সুনামগঞ্জঃঃ

সুনামগঞ্জের ছাতকে প্রতিহিংসামুলক বিলের পানিতে বিষ প্রয়োগ করে মাছ নিধন করেছে দুর্বৃত্তরা। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার রাতে উপজেলার চরমহল্লা ইউনিয়নের টেটিয়ারচর ধহল বিলে। বিষ প্রয়োগের ফলে বিলের ছোট-বড় মাছ মরে ভেসে উঠে।

 

এতে ৩ লক্ষাধিক টাকার ক্ষতি সাধিত হয়েছে বলে জানা গেছে। স্থানীয় সূত্রে জানা যায়, টেটিয়ারচর গ্রামের জামে মসজিদের উন্নয়নের স্বার্থে ধহল বিলটি ভোগ-দখল করে আসছে মসজিদ কমিটি। চলতি মৌসুমে টেটিয়ারচর গ্রামের মৃত ইন্তাজ আলীর পুত্র আবুল হোসেন এক বছরের জন্য ইজারা নেয় ধহল বিল।

 

ইজারা নিয়ে বিলের পরিচর্যাসহ পোনামাছও ছাড়েন তিনি। বিল ও বিলের মাছ পরিচর্যাসহ দেখাশুনা করার জন্য আশকর আলী ও আতাউর রহমান নামের ২ জন পাহারাদারও রাখা হয়। শুক্রবার রাতে পাহারাদারদের চোখ ফাঁকি দিয়ে প্রতিহিংসাবসত দুর্বৃত্তরা বিলের পানিতে বিষ প্রয়োগ করলে সকালে বিলের মাছ মরে ভেসে উঠে। ইজারাদারের মাধ্যমে খবর পেয়ে জাউয়া পুলিশ তদন্ত কেন্দ্রের এএসআই মুহিবুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেছেন

Spread the love

আর্কাইভ

October 2024
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
28293031