সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
লন্ডন বাংলা ডেস্কঃঃ
সারা দিন ব্যস্ত থাকেন কাজের মাধ্যমে ছুটি নেওয়া মুশকিল একজন পুলিশে অন্যজন প্রশাসনে। সারাদিনই ব্যস্ত, কাজের ব্যাপক চাপ। ব্যস্ততারকারণেই বিয়ের জন্য বেছে নিয়েছেন ভ্যালেনটাইন ডে কে।
দুজনই বড় সরকারি কর্মকর্তা। ছুটির অভাবে তাও আবার বিয়ে সারলেন অফিসেই।
ভ্যালেন্টাইনস ডে-তে অফিসেই বিয়ের ঘটনাটি ঘটেছে ভারতের উলুবেড়িয়ায়। বিয়ের বর হলেন উলুবেড়িয়ার মহকুমা শাসক তিনি পাত্রী সিংলা। পাত্রী আইপিএস অফিসার (এএসপি) নভজ্যোৎ সানা। পরিচয়ের শুরু থেকেই তুষার-সানা প্রেম করছেন। অবশেষে চার হাত এক হলো ভালোবাসা দিবসেই। অফিসে বসেই প্রেমিকা নভজ্যোতের সঙ্গে রেজিস্ট্রি ম্যারেজ করেন প্রেমিক তুষার।