সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩৪ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৫, ২০২০
জেলা প্রতিনিধি/মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজারের রাজনগরে নিমাই দাস (৩৫) নামের একব্যক্তির ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি গ্রাম থেকে নিহতের লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠানো হয়েছে। এব্যাপারে থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার ফতেহপুর ইউনিয়নের অন্তেহরি গ্রামের মৃত নিপেন্দ্র দাসের ছেলে নিমাই দাস গত দুই বছর থেকে মানসিক ভারসাম্যহীন ছিল। শুক্রবার রাতে খাওয়া দাওয়া শেষে পরিবারের সবাই নিজ নিজ ঘরে ঘুমিয়ে পড়ে। সকালে নিমাই দাসের বড় ভাই নিশি দাস কাজে যাওয়ার জন্য নিমাই দাসকে জাগাতে গেলে ঘরের দরজা খোলা দেখতে পান। এসময় তাকে অনেক খোঁজাখোঁজি করলে বাড়ির গরু ঘরের পূর্বে একটি গাছের সঙ্গে গামছা দিয়ে ঝোলানো অবস্থায় দেখতে পান। পরে পুলিশকে খবর দিলে রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মৌলভীবাজার মর্গে পাঠান।
রাজনগর থানার উপপরিদর্শক (এসআই) আবুল কালাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে অপমৃত্যুর মামলা হয়েছে।