সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:০০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
প্রতিনিধি/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে নলুয়ার হাওর ফসল রক্ষা বেড়িবাধের বিভিন্ন স্থান পরিদর্শন করেছেন পানি সম্পদ মন্ত্রনালয়ের সিনিয়র সহকারি সচিব খাইরুন নাহার। ১৭ ফেব্রুয়ারি সোমবার তিনি নলুয়ার হাওর বেড়িবাধের ৩২, ৩৩, ২৩, ২৪, ২৫, ৪, ৫, ৬, ৭ ও ৮ নং পিআইসি এলাকা পরিদর্শন করেন। এর মধ্যে ৪, ৫, ৬, ৭ ও ২৬ নং পিআইসি কমিটির বাধে কম্পেকশন সন্তোষজনক না হওয়ায় তিনি ক্ষোভ প্রকাশ করেন। কম্পেকশনের কারণে বাধ ক্ষতিগ্রস্ত হয়ে হাওরের ফসল নষ্ট হলে সম্পূর্ণ আর্থিক দায় সংশ্লিষ্ট পিআইসি কমিটিকে নিতে হবে বলে সচিব খাইরুন নাহার পিআইসি কমিটির সভাপতি-সম্পাদক সহ সকলকে সতর্ক করেন।
এ সময় উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহফুজুল আলম মাসুম, সুনামগঞ্জ পানি উন্নয়ন বোর্ডের উপ-বিভাগীয় প্রকৌশলী আক্তারুজ্জামান, জগন্নাথপুর পানি উন্নয়ন বোর্ডের উপ-সহকারি প্রকৌশলী হাসান গাজী, সহকারি আজমল হোসেন, হুমায়ূন কবির, সাবেক ইউপি সদস্য আহমদ আলী প্রমূখ।