সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:৫১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ১৭, ২০২০
জয়নাল আবেদিন/ মৌলভীবাজারঃঃ
মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল উপজেলার হোসনাবাদ চা বাগান থেকে একটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর উদ্ধার করেছে বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশন।গত শনিবার রাতে বানরটি খবর পাওয়া গেলও সোমবার সকালে এ বানরটিকে উদ্ধার করা হয়েছে।
বন্যপ্রাণী সেবা ফাউন্ডেশনের পরিচালক সজল দেব জানিয়েছেন সম্প্রতি হোসনাবাদ এলাকার ভারত-বাংলাদেশ সীমান্তে কৃষি কাজের জন্য পাহাড়-টিলার বন-জঙ্গল কেটে পরিষ্কার করা হচ্ছে। এতে এ লজ্জাবতী বানরটির বসবাসের সঙ্কট দেখা দেয়াতে লোকালয়ে বেরিয়ে আসে।
রাতে হোসনাবাদ এলাকার হেলাল মিয়া নামের এক কৃষকের ঘরের পাশে বানরটি এসে ঘুরাফেরা করতে থাকে। এ সময় একটি কুকুর তাকে তাড়া করে। হেলাল মিয়া ঘর থেকে বেড়িয়ে এসে এ বানরটিকে কুকুরের কাছ থেকে উদ্ধার করে তার কাছে নিয়ে আসেন। হেলাল মিয়া বাংলাদেশ বন্য প্রাণী সেবা ফাউন্ডেশনে এসে এর পরিচালক সজল দেবকে জানালে পরে ভোরে শ্রীমঙ্গল সীমান্ত এলাকা থেকে এ লজ্জাবতী বানরটিকে উদ্ধার করা হয়ে।
সজল দেব বলেন, লজ্জাবতী বানর নিশাচর প্রাণী, দিনে এদের দেখা পাওয়া দুষ্কর ব্যাপার রাতের বেলায় বনে তাদের বিচরণ করে থাকে। বানরটি শারীরিকভাবে ভালো রয়েছে। তবে দু’দিন খাওয়া ধাওয়া সঠিকভাবে না হওয়াতে বানরটি বেশ দুর্বল রয়েছে। তাকে সেবাশুশ্রূষা দেয়া হচ্ছে। তিনি আরও জানান, এ নিয়ে তার কাছে চারটি বিপন্ন প্রজাতির লজ্জাবতী বানর রয়েছে।