কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্টিত

প্রকাশিত: ৪:৪৮ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২১, ২০২০

কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্টিত

সালাহ্উদ্দিন শুভ/কমলগঞ্জঃঃ
মৌলভীবাজারের কমলগঞ্জে নাচে-গানে-আনন্দ-উচ্ছ্বাসে প্রাক্তন শিক্ষার্থীদের মিলনমেলায় মুখর হয়ে উঠে কমলগঞ্জ মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রাঙ্গণ। শুধু এসএসসি ২০১৩ ব্যাচের ৪০ জন শিক্ষার্থীদের পুনর্মিলনী অনুষ্ঠিত হয়।

 

অনুষ্ঠান উপস্থিত ছিলেন বিদ্যালয়ের সহকারী সিনিয়র শিক্ষক, প্রবিত্র কুমার সরকার। তিনি বলেন, সব জীব-জন্তুর মধ্যে বুদ্ধি থাকলেও মানুষের মেধা-বুদ্ধি-শক্তি অসীম। তাই মানুষ উত্তর কিংবা দক্ষিণ মেরুতে স্বাচ্ছন্দে অবস্থান করে। মেরু পরিবেশ ছাড়া মেরুবাসিকে অন্য আলো-বাতাস কিংবা আরামপ্রদ আবাস মুগ্ধ করতে পারে না। তিনি আরো বলেন, আমি যেখানেই যাই, আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের সরব উপস্থিতি আমাকে মুগ্ধ করে। যখন দেখি পৃথিবীর সর্বত্র আমার প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা ছড়িয়ে আছে, তখন আমার হৃদয় আনন্দে ভরে উঠে। এটাই আমার তৃপ্তি। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রাক্তন শিক্ষার্থীদের প্রতিনিধি আব্দুল হাকিম।

Spread the love

এ সংক্রান্ত আরও সংবাদ

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930