সিলেট ১৪ই ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ১লা ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৯:৪৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২২, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ৪টি দল নিয়ে মৌলভীবাজারের কমলগঞ্জের আদমপুরে আলোকিত আদমপুর নামে এক ফুটবল প্রতিযোগিতায় আদমপুর খেলোয়াড় কল্যাণ সমিতি চ্যাম্পিয়ন হয়েছে। শনিবার বিকালে এম এ ওহাব উচ্চ বিদ্যালয় মাঠে ফাইনাল খেলায় আদমপুর খেলোয়াড় কল্যাণ সমিতি কমলগঞ্জ পৌরসভা একাদশকে ১-০ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
বুধবার (১৯ ফেব্রুয়ারি) বিকাল ৪টায় মাত্র ৪টি দল নিয়ে এ প্রতিযোগিতা শুরু হয়েছিল। শনিবার বিকাল সাড়ে ৫টায় ফাইন্যাল খেলা শেষে আলোকিত আদমপুরের সভাপতি সাংবাদিক সাব্বির এলাহীর সভাপতিত্বে ও নঈনারপার খেলায়াড় কল্যা সমিতির সাধার সম্পাদক সাদেক হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরুষ্কার বিরতণী অন্ষ্ঠুানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হয়ে চ্যাম্পিয়ন ও রানার আপ ট্রফি বিতরণ করেন মরহুম আব্দুস সামাদ ফাউন্ডেশন চেয়ারম্যান এম এ আহাদ। সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার ভারপ্রপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুর রহমান।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ পৌরসভার কাউন্সিলর জামাল হোসেন,বিশিষ্ট ব্যবসায়ী মুজহিদুল ইসলাম, আলকিত আদমপুরের সমন্বয়ক আব্দুস সালাম, উপদেষ্ঠা প্রকৌশলী সাইফুর রহমান, আমার বাড়ি আমার খামার ও পল্লী সঞ্চয় ব্যাংকের জনিয়র কর্মকর্তা কবির কামাল।