সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৬:১০ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৪, ২০২০
কলি বেগম/ জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুর পৌরসভার জন নন্দিত মেয়র আলহাজ আবদুল মনাফের মৃত্যু হওয়ায় মেয়র পদটি শুন্য হয়। এ শুন্য পদে আগামী ২৯ মার্চ জগন্নাথপুর পৌরসভার উপ-নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। বাংলাদেশ নির্বাচন কমিশন নির্বাচনী তফসিল ঘোষণা করেন।
তফসিল অনুযায়ী আগামী ২৭ ফেব্রুয়ারি প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ তারিখ। ১ মার্চ যাচাই-বাছাই। ৮ মার্চ প্রার্থীতা প্রত্যাহার ও ২৯ মার্চ নির্বাচন। নির্বাচনের তফসিল ঘোষণা হওয়ার পর শুরু হয়েছে নির্বাচনী আমেজ। সরকার দল আওয়ামীলীগের দলীয় প্রতীক নৌকা পেতে মরিয়া হয়ে উঠেন প্রার্থীরা। একে একে ১২ জন প্রার্থী নৌকার দাবিদার হওয়ায় স্থানীয় ভাবে কোন সুরাহা হয়নি। যে কারণে ১২ প্রার্থীর নামের তালিকা চলে গেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার টেবিলে।
এবার প্রধানমন্ত্রী যাকে নৌকা দিবেন তাঁর পক্ষেই কাজ করবেন দলীয় নেতাকর্মীরা বলে অনেকে জানান। তবে বিএনপি এ নির্বাচনে অংশ গ্রহণ না করায় বিএনপি সমর্থিত প্রার্থীরা দলীয় প্রতীক ধানের শীষ ছাড়াই স্বতন্ত্র ভাবে নির্বাচনে লড়বেন বলে অনেকে ঘোষণা দিয়েছেন।
এদিকে-২৪ ফেব্রুয়ারি সোমবার থেকে মেয়র প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করতে শুরু করেছেন। প্রথম দিনে জগন্নাথপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা মুজিবুর রহমানের কাছ থেকে ২ জন প্রার্থী মনোনয়নপত্র সংগ্রহন করেছেন।
তারা হলেন পৌর এলাকার হবিবপুর গ্রামের বাসিন্দা আওয়ামীলীগ সমর্থিত সাবেক সফল পৌর মেয়র আবদুল মনাফের পুত্র যুক্তরাজ্য প্রবাসী আবুল হোসেন সেলিম ও হবিবপুর গ্রামের বাসিন্দা স্বতন্ত্র প্রার্থী সাবেক কৃতী ফুটবলার আবিবুল বারী আয়হান। এ সময় পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, সমাজকর্মী কামাল হোসেন সহ বিভিন্ন শ্রেণি-পেশার সমর্থকরা উপস্থিত ছিলেন।