সিলেট ১০ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৫শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:৩১ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃ
মাঠ প্রশাসন কর্মচারীদের পদবি ও বেতন গ্রেড উন্নীত করণের দাবিতে সিলেটের ওসমানীনগরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় ও সহকারী কমিশনার ভূমি অফিসের কর্মচারীদের ৩ দিনের কর্মবিরতি দ্বিতীয় দিনেও অব্যাহত রয়েছে।
গতকাল বুধবার সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলা পরিষদ কার্যালয়ের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করেন তারা। গত দুদিন ধরে উপজেলা নির্বাহী কর্মকর্তার অফিস ও সহকারী কমিশনার ভূমি অফিসের সকল কার্যক্রম থেকে বিরত রয়েছেন অফিস গুলোর কর্মচারীরা।
পালন কালে উপস্থিত ছিলেন,উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের নাজির প্রভাংশু শেখর দাস, অফিস সহকারী মোশফিকুর রহমান জুলফিকার, রোম্মান ভূইয়া, ভূমি অফিসের নাজির সুপ্রজিৎ কুমার দাস, অরুন জ্যোতি পুরকায়স্থ সহ দুই অফিসের কর্মচারিগণ।
দাবী আদায় না হওয়া পর্যন্ত আন্দোলন কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানান, উপজেলা সহকারী কমিশনার ভূমি অফিসের অরুন জ্যোতি পুরকায়স্থ।