সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ১০:১২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০
প্রতিনিধি/সুনামগঞ্জঃ
ছাতকে পূবালী ব্যাংক উপ শাখার উদ্বোধন করা হয়েছে।বুধবার সকালে ফিতা কেটে উপ শাখার আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রিন্সিপাল অফিস সিলেটের মহাব্যবাস্থাপক এরশাদুল হক। পরে শহরের কিবরিয়া কমিউনিটি সেন্টারে আয়োজিত উদ্বোধনী সভায় প্রধান অতিথির বক্তব্যও রাখেন তিনি। ছাতক শাখার ব্যবস্থাপক কায়সার আহমদের সভাপতিত্বে ও উপ শাখার ক্যাশ অফিসার ফয়সল আহমদের পরিচালনায় অনুষ্ঠিত উদ্বোধনী সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলট অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক জিয়াউল হক চৌধুরী, সিলেট পূর্ব অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক মশিউর রহমান খান, মৌলভীবাজার অঞ্চল প্রধান ও উপ মহাব্যবস্থাপক আরিফুর রহমান, ছাতক সরকারী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মঈন উদ্দিন আহমদ।
স্বাগত বক্তব্য রাখেন, উপ শাখা প্রধান সিরাজুল ইসলাম। বক্তব্য রাখেন, ছাতক প্রেসক্লাবের সভাপতি সৈয়দ হারুন অর রশীদ, ইউপি চেয়ারম্যান সাইফুল ইসলাম, ব্যবসায়ী আবুল হাসনাত, উপজেলা ঠিকাদার এসোসিয়েশনের সাধারন সম্পাদক আব্দুস সহিদ বাপন, ছাতক পাথর ব্যবসায়ী সমবায় সমিতির সাধারন সম্পাদক সামছু মিয়া, ছাতক সিমেন্ট কারখানার কমার্শিয়াল জিএম আব্দুল্লাহ আল মামুন, ছাতক সিমেন্ট কারখানা সমবায় সমিতির সাধারন সম্পাদক হাবিবুর রহমান কাজল, পূবালী ব্যাংক
পিন্সিপাল অফিস সিলেটের আইন বিষয়ক কর্মকর্তা গোলাম মোহাম্মদ আবু তাহের প্রমুখ। প্রধান অতিথির বক্কব্যে এরশাদুল হক বলেন, গ্রাহকদের সেবার মান বৃদ্ধি করাই পূবালী ব্যাংকের প্রধান লক্ষ্য। গ্রাহকদের চাহিদার ভিত্তিতে এটিএম বুথ, অনলাইন ব্যাংকিংসহ আধুনিক সুযোগ সুবিদা প্রদানের আশ্বাস দেন তিনি।##