বিশ্বনাথে প্রতিবন্ধী স্কুলের উদ্বোধন করল প্রতিবন্ধী শিক্ষার্থী

প্রকাশিত: ১১:০৬ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৬, ২০২০

প্রতিনিধি/বিশ্বনাথঃঃ
সিলেটের বিশ্বনাথে শিক্ষার্থীদের যাতায়াতসহ সকল খরচ বহন করার প্রত্যয় দিয়ে প্রতিবন্ধীদের জন্য প্রথম বারের মতো যাত্রা শুরু করেছে একটি স্কুল। উপজেলার রামপাশা ইউনিয়নের নরসিংপুর নামক স্থানে বুধবার সকাল ১১টায় ফিতা কেটে ‘বিশ্বনাথ এইট প্রতিবন্ধী স্কুল’ নামক শিক্ষাপ্রতিষ্ঠানের উদ্বোধন করেছে আবু মুছা নামের এক প্রতিবন্ধী শিক্ষার্থী।
কোন জনপ্রতিনিধি বা রাজনীতিবীদ ছাড়াই ওই প্রতিবন্ধী স্কুলের শিক্ষার্থীকে দিয়ে উদ্বোধন করানোর মতো সিদ্ধান্ত গ্রহন করায় স্কুল পরিচালনা কমিটির মহতি উদ্যোগকে স্বাগত জানিয়েছেন অতিথিরাসহ এলাকাবাসী। উদ্বোধন শেষে স্কুলের মাঠে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। স্কুল পরিচালনার সার্বিক সহযোগীতায় রয়েছে ‘বিশ্বনাথ এইট ইউকে-২০১৫’ নামক একটি সংগঠন।
বিশ্বনাথ এইট ইউকে ২০১৫’র সভাপতি ইমরান হোসেন বাবুলের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক চৌধুরী আলী আনহার শাহানের পরিচালনায় আলোচনা সভায় সম্মানিত অতিথির বক্তব্য রাখেন বিশ্বনাথ উপজেলা পরিষদের চেয়ারম্যান এস এম নুনু মিয়া, ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, উপজেলা আওয়ামী লীগের শিক্ষা বিষয়ক সম্পাদক সিরাজুল ইসলাম সিরাজ, রামপাশা ইউনিয়ন পরিষদের স্থানীয় মেম্বার ইছহাক আলী, বিশ্বনাথ সদর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি সুফি সামছুল ইসলাম, সাধারণ সম্পাদক মহব্বত আলী জাহান, গড়গাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা উম্মে কলসুম, যুক্তরাজ্য প্রবাসী মুমিন খান মুন্না। এসময় বিভিন্ন শ্রেণী-পেশার ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Spread the love

আর্কাইভ

April 2025
M T W T F S S
 123456
78910111213
14151617181920
21222324252627
282930