সিলেট ২৩শে মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ | ৯ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:২২ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৭, ২০২০
ক্রিড়া প্রতিবেদকঃঃ
বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার সিলেটে পৌছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল। বৃহস্পতিবার বেলা সোয়া ১২টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তারা।
এসময় জিম্বাবুয়ে দলকে স্বাগত জানান সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম, সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামের ভেন্যু ম্যানেজার জয়দিপ দাস সুজক, প্রথম বিভাগ ক্রিকেট লীগ কমিটির যুগ্ম সম্পাদক এহিয়া আহমদ সুমন প্রমুখ।
উল্লেখ্য, আগামী পহেলা মার্চ থেকে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। বাংলাদেশ-জিম্বাবুয়ে তিন ম্যাচই অনুষ্ঠিত হবে সিলেটে। বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে বৃহস্পতিবার সিলেটে পৌছেছে জিম্বাবুয়ে ক্রিকেট দল।
তিন ম্যাচের ওয়ানডে সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে যথাক্রমে ১,৩ ও ৬ মার্চ। সব ম্যাচেরই ভেন্যু সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এরপর ঢাকায় ৯ ও ১১ মার্চ টি-টোয়েন্টি সিরিজের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে।