সিলেট ১২ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৭শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৫ অপরাহ্ণ, ফেব্রুয়ারি ২৯, ২০২০
আসাদুর রহমান,নারায়নগঞ্জঃঃ
আজ শনিবার সকাল ১১টার দিকে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটিএম কামালের নেতৃত্বে চাষাঢ়া বালুর মাঠ সংলগ্ন ইসলাম হার্ট সেন্টার থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। এ সময় পূর্বে থেকে অবস্থানরত পুলিশ বিক্ষোভ মিছিলে বাধা প্রদান করে এবং ব্যানার ছিনিয়ে নেয়।
এর পরও নেতাকর্মীরা ধস্তাধস্তি করে মিছিল করতে চাইলে এক পর্যায়ে পুলিশ তাদের ছত্রভঙ্গ করে দেয়। এ বিষয়ে নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সাধারণ সম্পাদক এটি এম কামাল বলেন, কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে আমরা একটি শান্তিপূর্ণ মিছিল নিয়ে প্রেস ক্লাবের দিকে যাচ্ছিলাম। কিন্তু মিছিলে পুলিশি বাঁধার মাধ্যমে আমাদের গণতান্ত্রিক অধিকার হরণ করা হয়েছে। তিনি আরো বলেন, একমাত্র বিএনপি কোনো কর্মসূচি পালন করতে গেলেই বাঁধা আসে।
অথচ অন্য রাজনৈতিক বা অরাজনৈতিক সংগঠনগুলো ঘণ্টাব্যাপী রাস্তা বন্ধ করে কর্মসূচি পালন করলেও পুলিশ তাদের কোনো ধরনের বাধা দেয় না। আমাদের শান্তিপূর্ণ কর্মসূচিতে পুলিশ বাঁধা দিয়ে ব্যানার ছিনিয়ে নেওয়ায় এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে গণতন্ত্রের মাতা আমাদের আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নিঃশর্ত মুক্তি দাবি করছি।
তবে নারায়ণগঞ্জ সদর মডেল থানার পরিদর্শক (অপারেশন) আব্দুল হাই বলেন, কোনো কেন্দ্রীয় কর্মসূচি ছিল না। জনসাধারণের চলাচলে যেন কোনো বিঘ্ন না ঘটে তাই বিএনপি নেতাকর্মীদের চলে যেতে বলেছি। তারা কথা অনুযায়ী চলে গেছে।
এ সময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ মহানগর বিএনপির সহ-সভাপতি অ্যাডভোকেট জাকির হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক আব্দুস সবুর খান সেন্টু, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট আবু আল ইউসুফ খান টিপু, দপ্তর সম্পাদক ইসমাইল মিয়া, যুগ্ম-সম্পাদক আওলাদ হোসেন, যুব বিষয়ক সম্পাদক মানোয়ার হোসেন শোখন, স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অহিদুল ইসলাম ছক্কু, প্রশিক্ষণ বিষয়ক ফারুক আহমেদ রিপন, তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট মোস্তাক আহমেদ প্রমুখ।