সিলেট ২৬শে এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ | ১৩ই বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ
প্রকাশিত: ১:৪২ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
ত্রীড়া প্রতিবেদকঃঃ
সিলেটের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটিতে টসে জিতে ব্যাটিংয়ে নামার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ। আজ রোববার বেলা ১টায় সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে।
এই ম্যাচের মধ্য দিয়ে গেল বছরের জুলাইয়ের ৩১ তারিখের পর ওয়ানডে খেলতে নামছে বাংলাদেশ। টাইগার-বাহিনী তাদের সর্বশেষ পাঁচ ম্যাচেই হেরেছে।অন্যদিকে জিম্বাবুয়েও সর্বশেষ পাঁচ ম্যাচেই জয় পায়নি।
তবে জিম্বাবুয়ের বিপক্ষে পরিসংখ্যান বাংলাদেশকে এগিয়ে রাখছে। বাংলাদেশের মাটিতে ২০১০ সালের পর আর জয় পায়নি জিম্বাবুয়ে। ২০১৫ সালের পর দেশ-বিদেশ কোথাও মাশরাফিদের বিপক্ষে জিততে পারেনি আফ্রিকার দলটি। উভয় দলের মুখোমুখি হওয়া সর্বশেষ ১৩ ম্যাচের সবকটিতেই জয়ী দলের নাম বাংলাদেশ।