শেখ হাসিনরা সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন:পরিকল্পনা মন্ত্রী

প্রকাশিত: ৭:০৩ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০

শেখ হাসিনরা সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন:পরিকল্পনা মন্ত্রী

অন্তরা চক্রবর্তীঃঃ
পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান বলেছেন, দেশকে পরাধীন করতে আবারো দেশের ভেতরের কিছু লোক পায়তারা করছে। প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করতে তারা নানা ষড়যন্ত্র করা হচ্ছে। অতিথে অনেক বার তাঁকে হত্যা করতে গ্রেনেড হামলা সহ নানা ভাবে হত্যা চেষ্টা করেছে। ভারত পাকিস্তান যে সকল উন্নয়নমূল প্রকল্প করতে পারছে না আজ শেখ হাসিনার নেতৃত্বে আমরা নদির তলদেশে ট্যানেল নির্মাণ করা হচ্ছে।

 

পারমানবিক বিদ্যুৎ পদ্মা সেতু সহ বৃহতকারার উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে। সরকার শিক্ষা খাতকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছেন। এ জন্য হাওর বাওর প্রত্যান্ত এলাকায় শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তুলা হচ্ছে। শিক্ষার্থীদেরও নানা সুযোগ সুবিধা প্রদান করা হচ্ছে।

 

পরিকল্পনা মন্ত্রী গতকাল রবিবার দুপুরে সিলেটের ওসমানীনগর উপজেলার তাজপুর মঙ্গল চন্ডি নিশি কান্ত সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ে বৃত্তি বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।

 

এনআরবি ব্যাংকের পরিচালক রবিন পালের সভাপতিত্বে ও রণধীর পাল ট্রাষ্টের সাধারণ সম্পাদক চয়ন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এডভোকেট নাসির উদ্দিন খান, সাবেক সাধারণ সম্পাদক শফিকুর রহমান চৌধুরী, এনআরবি ব্যাংকের ফাউন্ডার চেয়ারম্যান ইকবাল আহমদ ওবিই, উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, উপেজলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান, সহ-সভাপতি আবদাল মিয়া, সাধারণ সম্পাদক আফজালুর রহমান চৌধুরী নাজলু, সাংগঠনিক আনা মিয়া, জেলা যুবলীগের সভাপতি শামিম আহমদ, সাধারণ সম্পাদক শামিম আহমদ, বীর মুক্তিযোদ্ধা কবির উদ্দিন আহমদ, সাবেক প্রধান শিক্ষক বিন্দু মাধব ভট্টাচার্য্য, বর্তমান প্রধান শিক্ষক শহীদ হাসান প্রমুখ। শিক্ষার্থীদের মধ্যে বৃত্তি বিতরণ পরে পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান রণধীর পাল উচ্চ বিদ্যালয়ের ভিত্তি প্রস্থর স্থাপন করেন।

Spread the love