সিলেট ১লা এপ্রিল, ২০২৩ খ্রিস্টাব্দ | ১৮ই চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ
প্রকাশিত: ৮:২৮ অপরাহ্ণ, মার্চ ১, ২০২০
ক্রীড়া প্রতিবেদকঃঃ
সিলেটের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন ওপেনার তামিম ইকবাল। ৪৩ বলে ২৪ রানের ইনিংস খেলে এলবিডব্লিউর শিকার সাজঘরে ফেরেন এই বাঁহাতি ব্যাটসম্যান। এটা মানতে পারেননি এক দর্শক। এ জন্য আঙুল দেখিয়ে উত্যক্ত করেন তামিমকে। তবে এর পরেই তাকে আটক করে পুলিশ।
আজ রোববার সিলেট আন্তর্জাতিক ক্রিকট স্টেডিয়ামে লিটন দাসের দুর্দান্ত সেঞ্চুরি, মিথুনের ঝোড়ো ব্যাটিং আর সাইফউদ্দিনের ক্যামিও ইনিংসে ভর করে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে রানের পাহাড় গড়েছে বাংলাদেশ। নির্ধারিত ৫০ ওভার শেষে ছয় উইকেট হারিয়ে ৩২১ রান করে বাংলাদেশ।
সর্বোচ্চ ১২৬ রান করেন লিটন। ৫০ রান করেন মোহাম্মদ মিথুন। জিম্বাবুয়ের বিপক্ষে এটি তার সর্বোচ্চ রান, আর যেকোনো দেশের বিপক্ষে একদিনের ক্রিকেটে এটি তার অষ্টম সর্বোচ্চ দলীয় রান। সাইফউদ্দিন ১৫ বলে ২৮ রানে অপরাজিত ছিলেন।
আজ দুপুর ১টায় শুরু হওয়া এই ম্যাচে জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ম্যাচে টস জিতে ব্যাটিং নিয়েছেন বাংলাদেশের অধিনায়ক মাশরাফি মোর্ত্তজা। এই ম্যাচের মধ্য দিয়ে প্রায় আট মাস পর লাল সবুজের জার্সি গায়ে খেলছেন তিনি।
M | T | W | T | F | S | S |
---|---|---|---|---|---|---|
1 | 2 | |||||
3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |