সিলেট ২১শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৭ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:০৬ অপরাহ্ণ, মার্চ ২, ২০২০
প্রতিনিধি/বালাগঞ্জ
ভোটার হয়ে ভোট দেব, দেশ গড়ায় অংশ নেব” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বালাগঞ্জে নানা কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় ভোটার দিবস-২০২০ উদযাপন করা হয়েছে।
এ উপলক্ষে সোমবার সকালে বালাগঞ্জ উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে বালাগঞ্জ উপজেলা প্রশাসন ও উপজেলা নির্বাচন অফিসের যৌথ উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব আহমদ।
বালাগঞ্জ উপজেলা প্রশাসনিক কর্মকর্তা সঞ্জয় কুমার চক্রবর্তীর সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা দেবাংশু কুমার সিংহ।
বিশেষ অতিথি হিসেবে বক্তৃতা করেন বালাগঞ্জ উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান সেবু আক্তার মনি, বালাগঞ্জ উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা (অ.দা.) নির্মল চন্দ্র বণিক, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডা. এ এস এম শাহরিয়ার, উপজেলা সমাজসেবা কর্মকর্তা জুয়েল আহমদ, মুক্তিযোদ্ধা আশরাফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারণ সম্পাদক এম এ মতিন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সভাপতি রজত দাস ভুলন, সিলেট কেন্দ্রীয় সমবায় ব্যাংকের সাবেক পরিচালক ও উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক তুহিন মনসুর।
এছাড়াও মুক্তিযোদ্ধা মালিকুল ইসলাম, আবু হাসান হাসনু, আপ্তাব হোসেন, বালাগঞ্জ উপজেলা প্রেসক্লাবের সদস্য তারেক আহমদ, বালাগঞ্জ থানার টিএসআই বিকাশ সরকার সহ বালাগঞ্জ সরকারী কলেজ ও বালাগঞ্জ তয়রুন্নেছা বালিকা উচ্চ বিদ্যালয়ের বিপুল সংখ্যক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
সভার শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা মসজিদের ইমাম কামরুল ইসলাম।
এর আগে সকালে জাতীয় ভোটার দিবস উপলক্ষে একটি র্যালী বালাগঞ্জ উপজেলা পরিষদ প্রাঙ্গন প্রদক্ষিন করে একটি র্যালী উপজেলা পরিষদে এসে মিলিত হয়।