শিশু হত্যার দায়ে জার্মান আদালতে সাবেক দায়েশ জঙ্গির যাবজ্জীবন

প্রকাশিত: ১:৩৭ অপরাহ্ণ, ডিসেম্বর ১, ২০২১

শিশু হত্যার দায়ে জার্মান আদালতে সাবেক দায়েশ জঙ্গির যাবজ্জীবন

আন্তর্জাতিক ডেস্কঃঃ
জার্মানির একটি আদালত ইরাকে এক ইয়াজিদি শিশু হত্যার দায়ে সাবেক এক দায়েশ জঙ্গিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন।একই সঙ্গে নিহত ওই ৫ বছরের শিশুর মাকে ৫৭ হাজার মার্কিন ডলার ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে। খবর আরব নিউজের।

 

বিছানায় প্রস্রাব করায় ওই ইয়াজিদি শিশুটিকে ৫০ ডিগ্রি তাপমাত্রায় ঘরের বাইরে শিকল দিয়ে বেধে রাখা হয়।  প্রচণ্ড গরমে শিশুটি কাতরাতে কাতরাতে মারা যায়।তাহা নামে ওই ইরাকি দায়েশ জঙ্গির বিচারের রায় দেন জার্মানির ফ্রাঙ্কফুর্টের একটি আদালত।

 

তার বিরুদ্ধে ইয়াজিদি ওই শিশুটিকে হত্যা ছাড়াও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। জার্মানির সংবাদমাধ্যমগুলো জানায়, বিচারক ক্রিসটফ কোলার ওই দায়েশ জঙ্গির পাশাপাশি তার জার্মান স্ত্রীকেও ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন।

Spread the love