বিজিবি-গ্রামবাসী সংর্ঘষ, নিহত ৫

প্রকাশিত: ৫:৩৯ অপরাহ্ণ, মার্চ ৩, ২০২০

বিজিবি-গ্রামবাসী সংর্ঘষ, নিহত ৫
Spread the love

৮৯ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

খাগড়াছড়ির মাটিরাঙ্গা পৌরসভার গাজীনগর এলাকায় মঙ্গলবার দুপুর ১২টার দিকে ব্যক্তিমালিকানাধীন বাগানের গাছ কাটাকে কেন্দ্র করে বিজিবি’র সাথে গ্রামবাসীর সংঘর্ষে একজন বিজিবি সদস্যসহ ৫জন নিহত হয়েছেন। ঘটনার পর পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে।

 

এলাকাবাসী সূত্রে জানা গেছে, বাগান মালিক সাহাব মিয়া সকালে তার নিজের বাগান থেকে বেশকিছু গাছ কাটে। গাছগুলো গাড়িযোগে নেয়ার সময় অবৈধ দাবি করে বিজিবি সদস্যরা জব্দ করে তাদের হেফাজতে নিতে চায়। এক পর্যায়ে পুরো এলাকাবাসী সমবত হয়ে বিজিবি সদস্যদের প্রতিহত করার চেষ্টা করলে এলাকবাসীর সাথে সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় বিজিবি সদস্যরা জড়ো হওয়া লোকদের নিয়ন্ত্রণে গুলিবর্ষণ করলে ঘটনাস্থলেই ৪০ বিজিবি সদস্য শাওন এবং বাগান মালিক মোঃ সাহাব মিয়া প্রকাশ মুছা (৫০) মারা যান।

 

গুরুতর আহত অবস্থায় সাহাব মিয়ার ছেলে আহম্মদ আলী ও স্থানীয় মোঃ আলী আকবরকে হাসপাতালে নেওয়ার পর দায়িত্বরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এই ঘটনার পর নিজের স্বামী ও সন্তানের মৃত্যু সংবাদ শুনে সাহাব মিয়ার স্ত্রী রঞ্জু বেগম হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে মারা যান বলে জানা গেছে।

 

এছাড়া গুরুতর আহত অবস্থায় মো: মফিজ মিয়া ও মো: হানিফ নামের দুই গ্রামবাসীকে চমেক হাসপাতালে প্রেরণ করা হয়েছে। এরমধ্যে মফিজ মিয়া পথিমধ্যে মারা গেছেন বলে জানিয়েছেন মাটিরাঙার পৌরসভার মেয়র।

 

মাটিরাঙ্গা পৌর মেয়র সামছুল হক একজন বিজিবি সদস্যসহ পাঁচ জনের মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, গাছ কাটাকে কেন্দ্র করে অনাকাঙ্ক্ষিত ও হৃদয়বিদারক ঘটনা ঘটেছে।

 

প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানিয়েছে, নিহতদের মধ্যে বিজিবি সদস্যসহ দুই জনের মরদেহ মাটিরাঙা উপজেলা হাসপাতালে এবং দুই জনের মরদেহ উদ্ধরের কাজ চলছে।

 

জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস ও পুলিশ সুপার মো: আব্দুল আজিজসহ প্রশাসনের উধ্বর্তন কর্মকতারা ঘটনাস্থল পরিদর্শনে করে ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিয়ে এলাকাবাসীকে শান্ত থাকার আহবান জানান।

 

অতিরিক্ত পুলিশ সুপার এম এম সালাউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, পরিস্থিতি নিয়ন্ত্রণে আমরা কাজ করছি।

 

এদিকে জেলা প্রশাসক প্রতাপ চন্দ্র বিশ্বাস জানিয়েছেন, এঘটনায় অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার রেজাউল করিমকে প্রধান করে তিন সদস্যের তদন্ত কমিটি গ্রহণ করা হয়েছে।

 


Spread the love

Follow us

আর্কাইভ

June 2023
M T W T F S S
 1234
567891011
12131415161718
19202122232425
2627282930