আশংকা জনক অবস্থায় ওসমানী মেডিকেলে প্রেরণ
নিজস্ব প্রতিনিধিঃঃ
নবীগঞ্জ উপজেলার পানিউমদা ইউনিয়নের ঢাকা-সিলেট মহাসড়কের পাশে রোকনপুরে অবস্থিত আরএফএল প্রাণ গ্রুপের ম্যানেজার আমজাদ হোসেন (৩৫)কে হঠাৎ করে একদল দুর্বৃত্ত অতর্কিত ভাবে কুপিয়ে রক্তাক্ত করে তার সাথে থাকা ল্যাপটপ, মোবাইল সেট ও মানিব্যাগ লুটকরে নিয়ে যায় ৬/৭ জনের একদল দুর্বৃত্ত। ঘটনাটি ঘটেছে ৩ মার্চ সন্ধ্যা সাড়ে ৭টারদিকে বড়চর বাজারের নিকট ঢাকা-সিলেট মহাসড়কে। এ সময় আহত আমজাদ হোসেন ডিউটি শেষ করে মোটর সাইকেল যোগে বড়চর গ্রামে তার ভাড়া বাসায় ফিরছিলেন। মোটর সাইকেল নিয়ে বাসায় যাওয়ার পথে রোকনপুর ও বড়চরের মাঝামাঝি স্থানে পৌছার পর হঠাৎ একজন লোক সাইকেল থামাতে সিগন্যাল দিয়,এ সময় তিনি সাইকেল থামিয়ে তার সাথে কথা বলার সাথে সাথেই আরো ৫/৬ জনের একদল দুর্বৃত্ত তাকে কুপাতে থাকে।এমতাবস্থায় তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন। এ সুযোগে তার সাথে থাকা উল্লেখিত মালামালগুলি নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে দুর্বৃত্তরা। এ সময় মোটরসাইকেলটি রাস্তার পাশে পড়ে রয়েছে বলে স্থানীয়রা জানান। আহত অবস্থায় স্থানীয় লোকজন আমজাদ হোসেনকে প্রথমে বাহুবল হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা আশংকাজনক হলে কর্তব্যরত ডাক্তার আমজাদ হোসেনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। তিনি ৫ মাস পূর্বে রোকনপুর আর, এফএল প্রাণ গ্রুপে ম্যানেজার হিসেবে যোগদান করেন। তার গ্রামের বাড়ি গাজীপুর জেলার কালিগঞ্জ উপজেলায়। পূর্ব শত্রুতার জের হিসেবেই ঘটনাটি ঘটতে পারে বলে স্থানীয়রা মন্তব্য করেন। তবে তিনি সুস্থ হয়ে ফিরলেই প্রকৃত রহস্য বেরিয়ে আসবে বলে এলাকাবাসীর ধারণা।