সিলেট ১৩ই ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ | ২৮শে অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৩:০৭ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
প্রতিনিধি/কমলগঞ্জঃঃ
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে মৌলভীবাজারের কমলগঞ্জে মানব সম্পদ উন্নয়ন এর লক্ষে এলজিএসপি-৩ প্রকল্পের আওতায় কমলগঞ্জ পৌরসভা কর্তৃক কমলগঞ্জ মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ২৫০ শিক্ষার্থীর মাঝে টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়েছে।
বুধবার (৪মার্চ) দুপুর ১২টায় বিদ্যালয় মিলনায়তনে স্কুলের ২৫০জন শিক্ষার্থীর মাঝে এ টিফিন বক্স ও পানির বোতল বিতরণ করা হয়। বিদ্যালয়ের পরিচালনা কমিটির সভাপতি মোঃ কামাল উদ্দিনের সভাপতিত্বে ও প্রধান শিক্ষক গাজী সালাহউদ্দিনের সঞ্চালনায় টিফিন বক্স ও পানির বোতল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আশেকুল হক।
সম্মানিত অতিথি ছিলেন কমলগঞ্জ পৌরসভার মেয়র মোঃ জুয়েল আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম তালুকদার, কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারন সম্পাদক মোঃ মোস্তাফিজুর রহমান। এছাড়াও অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিকসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।