সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৫:১০ অপরাহ্ণ, মার্চ ৪, ২০২০
প্রতিনিধি/জুড়ীঃঃ
মৌলভীবাজারের জুড়ীতে “জেনে, বুঝে বিদেশ যাই, অর্থ সম্মান দুটোই পাই” এ প্রতিপাদ্যে বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার বেলা ১১টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে উপজেলা নির্বাহি অফিসার অসিম চন্দ্র বণিকের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান এম এ মোঈদ ফারুক। বিশেষ অতিথি ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রঞ্জিতা শর্মা, জুড়ী থানার অফিসার ইনচার্জ জাহাঙ্গির হোসেন সর্দার প্রমুখ।
এছাড়াও বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের কর্মকর্তা, জনপ্রতিনিধি সহ সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন। প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সহযোগীতায় উপজেলা প্রশাসন এ সেমিনারের আয়োজন করে।