জুবায়ের আহমেদ,বাহুবলঃঃ
হবিগঞ্জ জেলার বাহুবল উপজেলায় ঢাকা সিলেট মহাসড়কে গোপন সংবাদের ভিত্তিতে বিরতিহীন বাসে ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা উদ্ধার ও একজনকে আটক করেছে বাহুবল মডেল থানার এস আই শাহ আলীর নেতৃত্বে একদল পুলিশ। বুধবার ৪মার্চ দুপুর সাথে ১২টার দিকে উপজেলার মহিষদিলং নামক স্থানে এ ঘটনা ঘটে।
জানা যায়, হবিগঞ্জ জেলার মাধবপুর উপজেলার তেলিয়াপাড়া দক্ষিণ সুরমা গ্রামের মৃত রাজু মিয়ার ছেলে মোঃ আবুল কাশেম ৩৫ হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস ঢাকা মেট্রো-ব-১১-০৮৬০ নাম্বার বাস যোগে গাঁজা নিয়ে আসছিল, সোর্সের মাধ্যমে গোপন সংবাদের ভিত্তিতে বাহুবল মডেল থানার এস আই শাহ আলীর নেতৃত্বে এস আই কবীর উদ্দিন ও সঙ্গীয় ফোর্স নিয়ে, বাহুবল উপজেলার ঢাকা সিলেট মহাসড়কের মহিষদিলং নামক স্থানে হবিগঞ্জ বিরতিহীন এক্সপ্রেস বাসে ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে ৪কেজি গাঁজাসহ ছদ্মবেশে বসে থাকা মোঃ আবুল কাশেম(৩৫)কে আটক করে থানায় নিয়ে আসে পুলিশ।
আবুল কাশেম দীর্ঘদিন যাবত বিভিন্ন বাস যোগে সাধারণ যাত্রীবেশে মাদক ও গাঁজা পাচার করে আসছিল। বুধবার দুপুরে বাহুবল মডেল থানার এস আই শাহ আলী সোর্সের মাধ্যমে খবর পেয়ে বিরতিহীন বাসে ফিল্মি স্টাইলে অভিযান চালিয়ে ৪কেজি গাঁজা উদ্ধার ও আবুল কাশেমকে আটক করা হয়। আবুল কাশেমের বিরুদ্ধে বাহুবল মডেল থানায় মাদকদ্রব্য আইনে এস আই সুলতান আহমদকে বাদী করে একটি মামলা দায়ের করা হয়েছে।