শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক

প্রকাশিত: ১২:০৬ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০

শাহজালালে দেড় কোটি টাকার স্বর্ণসহ যাত্রী আটক
Spread the love

৯৩ Views

লন্ডন বাংলা ডেস্কঃঃ

১ কোটি ৫০ লাখ টাকা মূল্যের স্বর্ণসহ মালয়েশিয়া ফেরত এক যাত্রীকে আটক করেছে ঢাকা কাস্টম হাউসের প্রিভেন্টিভ টিম। রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে  গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ স্বর্ণসহ ঐ যাত্রীকে আটক করে।

 

ঢাকা কাস্টম হাউসের সহকারী কমিশনার (প্রিভেন্টিভ) মো. সোলাইমান হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। গতকাল বুধবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাস্টমস হাউজের ঢাকার কর্তব্যরত প্রিভেন্টিভ কর্মকর্তাগণ বিমানবন্দরের বিভিন্ন পয়েন্টে অবস্থান গ্রহণ করে নজরদারি করছিল।

 

নজরদারি ও তল্লাশির একপর্যায়ে রাত আনুমানিক ১১টা ৩০ মিনিটে মালয়েশিয়া থেকে আগত ফ্লাইট নং-MH196 এর যাত্রী শেখ সাদিকে চ্যালেঞ্জ ও তল্লাশি করা হয়। এ সময় তার কাছ থেকে ২ কেজি ৯৫০ গ্রাম স্বর্ণ পাওয়া যায়। আটককৃত স্বর্ণের আনুমানিক বাজার মূল্য প্রায় ১ কোটি ৫০ লাখ টাকা।

 

আটককৃত স্বর্ণের বিষয়ে কাস্টমস আইনে ব্যবস্থা নেওয়া হয়েছে। আটককৃত যাত্রীকে পুলিশে সোপর্দ করার প্রক্রিয়া চলছে বলেও জানিয়েছেন কাস্টমসের এই কর্মকর্তা।


Spread the love

Follow us

আর্কাইভ

April 2023
M T W T F S S
 12
3456789
10111213141516
17181920212223
24252627282930