সিলেট ১৯শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ | ৫ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:১০ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
কলি বেগম/জগন্নাথপুরঃঃ
সুনামগঞ্জের জগন্নাথপুরে পুরনো পুকুর সেচে অন্যান্য মাছের সাথে একটি সোনালী রংয়ের কই মাছ পাওয়া গেছে। কই মাছের গায়ে আরবিতে লেখা আছে আল্লাহ। এ খবর ছড়িয়ে পড়লে মাছকে দেখতে হাজারো উৎসুক জনতার সমাগম হয়েছে। এ নিয়ে চারদিকে রীতিমতো তোলপাড় চলছে। ঘটনাটি ঘটেছে উপজেলার মিরপুর ইউনিয়নের মিরপুর গ্রামে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে মিরপুর গ্রামের ফিরোজ মিয়া বলেন, আমাদের বাড়িতে প্রায় ৭৫ বছর আগের একটি পুরনো পুকুর রয়েছে। এ পুকুরটি কখনো সেচ করা হয়নি। তবে ৫ মার্চ বৃহস্পতিবার আমি পুকুরটি সেচ করি। সেচের পর মাছ ধরতে গেলে অন্যান্য মাছের সাথে এ অদ্ভুদ কই মাছ পাই।
এ খবর ছড়িয়ে পড়লে মাছকে দেখতে তাদের বাড়িতে হাজারো উৎসুক মানুষ সমবেত হয়েছেন। এক প্রশ্নের জবাবে ফিরোজ মিয়া বলেন, মাছের গায়ে ছোট অক্ষরে আরবিতে আল্লাহ লেখা রয়েছে বলে কয়েকজন আলেম-উলামা নিশ্চিত করেছেন।