সিলেট ২০শে মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ | ৬ই চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ
প্রকাশিত: ৭:৪৭ অপরাহ্ণ, মার্চ ৫, ২০২০
প্রতিনিধি/ওসমানীনগরঃঃ
ওসমানীনগরে ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলাপমেন্ট যুব সমবায় সমিতির পক্ষ থেকে তিন মাস মেয়াদী সেলাই প্রশিক্ষনার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়েছে। দুই ভাগে ৬০ জন প্রশিক্ষানার্থীরে ইনছান উল্ল্যা ভিলেজ ডেভেলাপমেন্ট যুব সমবায় সমিতির পক্ষ এ সনদ বিতরণ করা হয়।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মোবারকপুর ইনছান উল্ল্যা মার্কেটে প্রশিক্ষনার্থীরে মধ্যে সনদ বিতরণ অনুষ্ঠানে প্রধান অথিতি হিসাবে উপস্থিত ছিলেন, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুক্তরাজ্য শাখার সভাপতি ফজল উদ্দিন। বিশেষ অথিতি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আনা মিয়া, মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটির যুক্তরাজ্য শাখার সাধারণ সম্পাদক সাহজান।
মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয় বাস্তবায়ন কমিটির বাংলাদেশ শাখার সভাপতি খালেক মিয়ার সভাপতিত্বে ও মোবারকপুর বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়ের শিক্ষক বশির আহমদ ও বদরুল ইসলামের যৌথ পরিচালনায় বক্তব্য রাখেন, সামসুল ইসলাম শামিম, ফজলু মিয়া, শাইখুল ইসলাম শায়েখ, সেবুল আহমদ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, মাহমদ আলী, সাবেক ইউপি সদস্য আব্দুল হাই, ফখর উদ্দিন, আব্দুছালিখ।