যাত্রীবাহী বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬

প্রকাশিত: ১:৩৯ অপরাহ্ণ, মার্চ ৬, ২০২০

যাত্রীবাহী বাস-মাইক্রোর মুখোমুখি সংঘর্ষ, নিহত ৬
১২৮ Views

 

লন্ডন বাংলা ডেস্কঃঃ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় যাত্রীবাহী বাস ও মাইক্রোবাসের মুখোমুখি সংঘর্ষে অগ্নিদগ্ধ হয়ে ছয়জন মারা গেছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও চারজন।

 

গতকাল বৃহস্পতিবার দিবাগত রাত আড়াইটার বিজয়নগর উপজেলার ভাটি কালীসীমা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

 

এই দুর্ঘটনায় নিহত ছয়জনের মধ্যে চারজনের নাম গেছে। তারা হচ্ছেন, সোহান (২০), সাগর (২২), রিফাত (১৬) ও ইমন (১৯)। এ ছাড়া আহতরা হলেন- শাহিন (৩০), বিজয় (১৯), আবীর (১৯) ও জিসান (২৪)। দুর্ঘটনায় হতাহত সকলে নারায়ণগঞ্জ জেলার বাসিন্দা। আহতদের জেলা সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।

 

খাঁটিহাতা হাইওয়ে থানা পুলিশের উপপরিদর্শক (এসআই) প্রেমধন মজুমদার দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, সুনামগঞ্জ থেকে যাত্রীবাহী বাসটি ঢাকার দিকে যাচ্ছিল। আর মাইক্রোটি সিলেটে মাজার জিয়ারতের উদ্দেশে যাচ্ছিল।

 

এ ঘটনায় বাসটি খাদে পড়ে গেলেও বাসের কোনো যাত্রী তেমন আহত হননি। কিন্তু বাস ও মাইক্রোবাসের সংঘর্ষের পর মাইক্রোতে আগুন ধরে যায়। এতে ঘটনাস্থলেই মাইক্রোর ছয়জন যাত্রী নিহত হন। আহত হয়েছেন আরও চারজন।

Spread the love

Follow us

আর্কাইভ

November 2023
M T W T F S S
 12345
6789101112
13141516171819
20212223242526
27282930